মনে হচ্ছিল শেষটা বুঝি রঙীন হবে। নিউজিল্যান্ডকে ১৪৬ রানে অলআউটের পর স্বপ্ন তো দেখতেই পারে টাইগার ভক্তরা। কিন্তু প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হল না এবারো। টি-টুয়েন্টি বিশ্বকাপ মিশন ‘লজ্জা’র এক হারে শেষ বাংলাদেশ। দল আউট হল নিজেদের সর্বনিম্ন রানে।
কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ২০ ওভারে ৮ উইকেটে তুলে ১৪৬ রান। জবাব দিতে নেমে ১৫.৪ ওভারে ৭০ রানে অলআউট বাংলাদেশ। ৭৫ রানের বড় হারে বিশ্বকাপ শেষ বাংলাদেশের।
বাংলাদেশের টি-টুয়েন্টিতে এটিই সর্বনিম্ন স্কোর।
বল হাতে এদিন বাংলাদেশের হয়ে ঝড় তুলেন মুস্তাফিজুর রহমান। তার কাটারে ছিন্নভিন্ন হয়ে যায় কিউইদের ব্যাটিং লাইনআপ। ৫ উইকেট নিয়ে দেশের পক্ষে ইতিহাস গড়েন তিনি। টি-টুয়েন্টি বিশ্বকাপে টাইগারদের পক্ষে প্রথমবারের মতো ৫ উইকেট পেল কোন বোলার।
অথচ মুস্তাফিজের ম্যাচটা ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ হয়ে গেল। ব্যাট হাতে কেউ দাড়াতেই পারলেন না। তাইতো ৭০ রানে অলআউটের এই লজ্জা!
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৪৫/৮ (নিকোলস ৭, উইলিয়ামসন ৪২, মানরো ৪৫, টেইলর ২৮, এলিয়ট ৯, রনকি ৯*, স্যান্টনার ৩, ম্যাকক্লেনাগান ৬*; মুস্তাফিজ ৫/২২, আল আমিন ২/২৭, মাশরাফি ১/২১)
বাংলাদেশ: ১৫.৪ ওভারে ৭০/১০ (তামিম ৩, মিঠুন ১১, সাব্বির ১২, সাকিব ২, সৌম্য ৬, মাহমুদউল্লাহ ৫, মুশফিক ০, শুভাগত ১৬*, মাশরাফি ৩, মুস্তাফিজ ৬, আল আমিন ০; এলিয়ট ৩/১২, সোধি ৩/২১, ম্যাকক্লেনাগান ১/৩)
ফল: নিউজিল্যান্ড ৭৫ রানে জয়ী
ম্যাচসেরা: কেন উইলিয়ামসন
Discussion about this post