এইতো আসছে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেটের বাছাই পর্ব। এরপর আসল লড়াই ২৪ ফেব্রুয়ারি!
ফতুল্লায় বাছা্ই পর্বের লড়বে আফগানিস্তান, ওমান, হংকং ও আমিরাত। এখানে চ্যাম্পিয়ন দল উঠে যাবে মুল পর্বে।
বলা দরকার, এবারের এশিয়া কাপ সরাসরি দেখাবে মাছরাঙা , জিটিভি ও বিটিভি, স্টার স্পোর্টস ১ ও ৩। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সবগুলো ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
এশিয়া কাপের বাছাইপর্বের সূচি-
১৯ ফেব্রুয়ারি – আফগানিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত
১৯ ফেব্রুয়ারি – হংকং বনাম ওমান
২০ ফেব্রুয়ারি – আফগানিস্তান বনাম ওমান
২১ ফেব্রুয়ারি – হংকং বনাম সংযুক্ত আরব আমিরাত
২২ ফেব্রুয়ারি – আফগানিস্তান বনাম হংকং
২২ ফেব্রুয়ারি – ওমান বনাম সংযুক্ত আরব আমিরাত
মূলপর্বের সূচি-
২৪ ফেব্রুয়ারি – ভারত বনাম বাংলাদেশ
২৫ ফেব্রুয়ারি – শ্রীলঙ্কা বনাম বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল
২৬ ফেব্রুয়ারি – বাংলাদেশ বনাম বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল
২৭ ফেব্রুয়ারি – ভারত বনাম পাকিস্তান,
২৮ ফেব্রুয়ারি – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা,
২৯ ফেব্রুয়ারি – পাকিস্তান বনাম বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল
১ মার্চ – ভারত বনাম শ্রীলঙ্কা
২ মার্চ – বাংলাদেশ বনাম পাকিস্তান
৩ মার্চ – ভারত বনাম বাছাইপরর্বের চ্যাম্পিয়ন দল
৪ মার্চ – পাকিস্তান বনাম শ্রীলঙ্কা
৬ মার্চ – ফাইনাল
Discussion about this post