শুধু ঢাকা নয়, বাংলাদেশই যেন এখন ক্রিকেটময় হয়ে উঠেছে। চলছে আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এরপরই শুরু হবে এশিয়া কাপ। জানা গেল আসছে ২৪ ফেব্রুয়ারি শুরু হবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। টানা তৃতীয়বারের মতো এশিয়া কাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ।
জানা গেল, বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়েই ২৪ ফেব্রুয়ারি শুরু হবে টুর্নামেন্ট। সবচেয়ে লোভনীয় ম্যাচ মানে ভারত ও পাকিস্তান লড়াই হবে ২৭ ফেব্রুয়ারি।
এবারের এশিয়া কাপের টি-টুয়েন্টি সংস্করণের। সামনে টি-টুয়েন্টি বিশ্বকাপ তাই নিয়ম পাল্টে গেল। ২০ ওভারের এই লড়াইয়ে থাকছে – বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
সঙ্গে আফগানিস্তান, হংকং, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটি দেশ খেলবে মূল প্রতিযোগিতায়।
২০১৬ সালের এশিয়া কাপের সূচি-
২৪ ফেব্রুয়ারি : বাংলাদেশ বনাম ভারত
২৫ ফেব্রুয়ারি : শ্রীলঙ্কা বনাম কোয়ালিফাইং দল
২৬ ফেব্রুয়ারি : বাংলাদেশ বনাম কোয়ালিফাইং দল
২৭ ফেব্রুয়ারি : ভারত বনাম পাকিস্তান
২৮ ফেব্রুয়ারি : বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
২৯ ফেব্রুয়ারি : পাকিস্তান বনাম কোয়ালিফাইং দল
১ মার্চ : ভারত বনাম শ্রীলঙ্কা
২ মার্চ : বাংলাদেশ বনাম পাকিস্তান
৩ মার্চ : ভারত বনাম কোয়ালিফাইং দল
৪ মার্চ : পাকিস্তান বনাম শ্রীলঙ্কা
৬ মার্চ : ফাইনাল
Discussion about this post