এইতো গত বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ মাতিয়েছেন তিনি। এবার ঢাকা প্রিমিয়ার লিগেও দেখা যাবে ফর্মে থাকা ক্রিকেটারটিকে। পাকিস্তান বংশোদ্ভূত আশহার জাইদিকে দলে নিয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ।
এইতো শুক্রবার শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এরইমধ্যে ক্রিকেটারদের ড্রাফট শেষ করেছে লিগে অংশ নেওয়া ১২ দল। বাকি ছিল বিদেশী ক্রিকেটারদের অর্ন্তভুক্তি। সেটিও মোটামুটি শেষ করার পথে রয়েছে ক্লাবগুলো।
শেখ জামালের হয়ে খেলার কথা ছিল ইংলিশ অলরাউন্ডার রবি বোপারার। তবে কাউন্টি ক্রিকেটে ব্যস্ততা থাকার জন্য তাকে পাচ্ছে না দলটি। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংকে খেলার গুঞ্জন চলছিল পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকের। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে ছাড়পত্র না দেওয়ায় ডিপিএলে খেলতে পারছেন না তিনি। তবে আরেক পাক ক্রিকেটার সাঈদ আনোয়ার জুনিয়র খেলবেন গাজী গ্রুপ ক্রিকেটার্সে।
আবাহনী লিমিটেড দলে ভিড়িয়েছে শ্রীলঙ্কান ব্যাটসম্যান চামারা কাপুগেধারাকে। আর মোহামেডান স্পোর্টিং ক্লাব দলে নিয়েছে আরেক লঙ্কান ক্রিকেটার উপুল থারাঙ্গাকে। তবে তিনি ডিপিএলের তৃতীয় রাউন্ড থেকে মোহামেডানের সঙ্গে যোগ দেবেন।
ঢাকা প্রিমিয়ার লিগের অন্যতম দল ব্রাদার্স ইউনিয়ন হাশিম আমলার পরিবর্তে জিম্বাবুইয়ান অলরাউন্ডার শন উইলিয়ামসকে দলে নিয়েছে।
Discussion about this post