বাংলাদেশ ক্রিকেটে আবারো ফিরছেন মোহাম্মদ আশরাফুল। নিষেধাজ্ঞা শেষে ব্যস্ত হয়ে উঠছেন আশার ফুল। নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়ে ৩ বছরের বেশি সময় পর মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অফিসে গেলেন অ্যাশ। মিরপুরের হোম অব ক্রিকেটে বিসিবি কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন সাবেক এই অধিনায়ক।
তিন বছরের নিষেধাজ্ঞা শেষে তিনি ফিরেছেন গত ১৩ আগস্ট। বলা হচ্ছিল আগামী ২০ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) দিয়ে আবারো মাঠে দেখা যাবে আশরাফুলকে। কিন্তু সেই টুর্নামেন্টে নাও দেখা যেতে পারে তাকে।
৩২ বছর বয়সী এই ক্রিকেটার এসব বিষয় নিয়ে কথা বলতে যান বিসিবি কার্যালয়ে। আশরাফুল বলেন, ‘এতোদিন তো একা একা ট্রেনিং করেছ। সামনের সময়গুলো যেন বিসিবির সুবিধাগুলো নিতে পারি। তাই নিয়ে কথা হয়েছে। বিসিবির অনুমতি নিয়েই ট্রেনিং শুরু করব।’
আশরাফুলের ফিটনেস নিয়ে অবশ্য প্রশ্ন আছে। এনিয়ে সাবেক এই অধিনায়ক বলেন, ‘শুনেছি দুই বছর জাতীয় দল ও বিপিএলে আমি খেলতে পারব না। এরমধ্যে আমি যেসব ঘরোয়া লিগে খেলার সুযোগ পাব, সেখানে ভালো খেলার চেষ্টা করব। যদি ভালো ক্রিকেট খেলতে পারি তবে হয়তো বিসিবি আমার ব্যাপারে আইসিসির কাছে আপিল করতে পারে।’ তাইতো ঘরোয়া টুর্নামেন্টে মনোযোগ দেবেন অ্যাশ।
বলা দরকার, ২০১৩ সালে বিপিএলের দ্বিতীয় আসরে ম্যাচ পাতানোয় অভিযোগে আট বছরের নিষেধাজ্ঞা দেয়া হয় আশরাফুলকে। এক পর্যায়ে নিষেধাজ্ঞার মেয়াদ কমে দাঁড়ায় পাঁচ বছরে। এর মধ্যে দুই বছর স্থগিত নিষেধাজ্ঞা হওয়ায় শাস্তি কমে দাড়ায় তিন বছর।
Discussion about this post