নিষেধাজ্ঞা কাটিয়ে উঠার পর থেকেই সুখবর পাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। সবকিছু ঠিকঠাক মতো এগিয়ে গেলে সাবেক এই তারকা ক্রিকেটার আগামী মাসেই মাঠে নামবেন। সেপ্টেম্বরে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলতে দেখা যেতে পারে নিষেধাজ্ঞা থেকে ফেরা এই ব্যাটসম্যানকে।
বিপিএলে ফিক্সিংয়ের দায়ে যে নিষেধাজ্ঞা ছিল সেটা শেষ হয়েছে গত শনিবার। এ অবস্থায় বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানালেন বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টুয়েন্টিতে খেলতে এখনও দুই বছর অপেক্ষা করতে হবে আশরাফুলকে। তবে বিসিএলে দেখা যেতে পারে তাকে।
আকরাম বলেন, ‘বিসিএলে এনসিএলের সেরা পারফর্মাররা খেলে থাকে। সে হিসেবে আশরাফুলের বিসিএল খেলা ফ্র্যাঞ্চাইজি ও নির্বাচকদের উপর নির্ভর করে। আশরাফুলের ব্যাপারটা হল, সে খেলার মধ্যে ছিল না। এ ছাড়া ফিটনেসেরও ব্যাপার আছে।’ তার মানে এ দুটো শর্ত পূরন করতে পারলে মাঠে দেখা যাবে অ্যাশকে।
আগামী মাসের ২০ তারিখ থেকে শুরু হবে বিসিএল। এবারের আসর হতে পারে ঢাকা ও চট্টগ্রামে।
৬১টি টেস্ট, ১৭৭টি ওয়ানডে ও ২৩টি টি-টুয়েন্টি খেলা আশরাফুলের অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে সময় লাগবে। দুই বছরের আগে ম্যাচ খেলার অনুমতি মিলবে না। তেমনটা এর আগেই জানিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সঙ্গে বিপিএলে খেলার সুযোগও পাবেন না তিনি।
২০১৩ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ে নিষিদ্ধ হন আশরাফুল। যে অভিযোগ মেনে নেয়ার পর ৮ বছর নিষিদ্ধ হন সাবেক এই অধিনায়ক। পরে রায়ের বিরুদ্ধে আপিল করলে শাস্তির মেয়াদ তিন বছর কমে দাড়ায়। সেটি শেষ হল ১৩ আগষ্ট।
Discussion about this post