বেচারা মোহাম্মদ আমির। কিছুতেই স্বস্তি পাচ্ছেন না। নিষেধাজ্ঞা কাটিয়ে ফের প্রত্যাবর্তন হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটে। দীর্ঘ পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরেই চমকে দিয়েছিলেন তিনি। জায়গা করে নিয়েছিলেন নিউজিল্যান্ড সফরে পাকিস্তান দলে। কিন্তু সেই পথটা মসৃন হল না!
সাফল্য তো তেমন পেলেন না। সঙ্গে ইনজুরিতেও পড়লেন আমির। অবশ্য তার আগে ফর্মে ফেরার ইঙ্গিতটাই ছিল। ওয়েলিংটনে ২৮ রানে ৩ উইকেট নেন আমির। ৮.১ ওভার বল করার পর চোটে পড়লেন। প্রত্যাবর্তনের দ্বিতীয় ম্যাচেই ইনজুরি!
ধারনা করা হচ্ছে সিরিজটাই শেষ হয়ে গেল এই পেস বোলারের।
তবে টিম ম্যানেজম্যান্ট আরো কিছুটা সময় তার জন্য অপেক্ষা করবে। তারপরই দেশে ফেরত পাঠানোর কথা ভাববে। বাংলাদেশে বিপিএল দিয়ে প্রত্যাবর্তনের পথ তৈরি হয়েছিল আমির। দারুণ খেলে ফের নজর কাড়েন তিনি।









Discussion about this post