এই ইংল্যান্ডেই ক্যারিয়ারের অধঃপতন হয়েছিল তার। জন্ম দিয়েছিলেন এক কলঙ্কের। সেই দেশটিতেই এবার নতুন যাত্রা হতে যাচ্ছে মোহাম্মদ আমিরের। ২০১০ সালে ইংল্যান্ডের মাটিতে লর্ডস টেস্টে স্পট-ফিক্সিংয়ে জড়িয়ে পড়ে আন্তর্জাতিক ক্যারিয়ার থেমে যায় তার। দুঃসহ অতীত পেছনে ফেলে জাতীয় দলে ফিরলেও এখনো টেস্টে ফেরা হয়নি এই পাকিস্তানি পেসারের। ইংল্যান্ডের বিপক্ষেই এই বাঁ-হাতি পেসার সেই যাত্রা ফের করবেন।
তার আগে প্রস্তুতিটা ভালই হচ্ছে আমিরের। সমারসেটের বিপক্ষে তিন দিনের প্রথম প্রস্তুতি ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ইউনিস খানের সেঞ্চুরি (১০৪) এবং আসাদ শফিক (৮০) ও শান মাসুদের (৬২) ব্যাটিংয়ে ৮ উইকেটে ৩৫৯ রান তোলে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাব দিতে নেমে আমির-ঝড়ের সামনে পড়েন সমারসেটের ব্যাটসম্যানরা।
নিজের তৃতীয় ওভারেই উইকেটের দেখা পান আমির। সপ্তম ওভারে আক্রমেণ এসে ফের ঝড় তোলেন আমির। দুর্দান্ত এক বলে সমারসেটের ব্যাটসম্যান অ্যাডাম হোজকে সরাসরি বোল্ড করেন। সব মিলিয়ে ১১ ওভারে ২ মেডেনসহ ৩৬ রান দিয়ে ৩ উইকেট নেন এই বাঁহাতি পেসার।
আগামী ১৪ জুলাই লর্ডস টেস্ট দিয়ে টেস্ট দিয়ে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার চার ম্যাচ টেস্ট সিরিজের লড়াই শুরু হবে। দ্বিতীয় টেস্ট ওল্ড ট্রাফোর্ডে (২২-২৬ জুলাই)। ২৯ জুলাই তৃতীয় ও ১১ আগস্ট কেনিংটন ওভালে শেষ টেস্ট শুরু হবে।
Discussion about this post