ফাইনালে উঠার পথটা এখনো বেশ প্রস্বস্ত বাংলাদেশের। শ্রীলঙ্কাকে হারিয়ে বেশ খানিকটা এগিয়ে গেছে টাইগাররা। এবার পাকিস্তানকে হারাতে পারলেই পেয়ে যাবে এশিয়া কাপের ফাইনালে খেলার টিকিট। তার আগে বোলিংয়ে আল-আমিন হোসেনের উঠে গেলেন শীর্ষে। চমক জাগানো বলে ছাড়িয়ে গেলেন অন্যদের।
আল-আমিন সেই চেনা ছন্দে! এবারের এশিয়া কাপে এ পর্যন্ত ৭ উইকেট নিয়ে এশিয়া কাপের মূল পর্বে খেলা দলগুলোর বোলারদের মধ্যে সর্বোচ্চ শিকারি।
ভারতের বিপক্ষে তিনি নেন ৩ উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষেও ৩ উইকেট। আর আরব আমিরাতের বিপক্ষে একটি। টুর্নামেন্টে মোট ৭ উইকেট।
১১ উইকেট নিয়ে তালিকার শীর্ষে আছেন আরব আমিরাতের মোহাম্মদ নাভিদ। আমিরাত অধিনায়ক আমজাদ জাভেদ ৯ উইকেট নিয়ে দুইয়ে। তবে তারা ৩টি করে বেশি ম্যাচ খেলেছেন। ম্যাচগুলো ছিল বাছাইপর্বে।
আর পুরো টি-টুয়েন্টি ক্যারিয়ারে আল-আমিনের উইকেট সংখ্যা ১৬ ম্যাচে ২৭টি।
এইতো বিশ্বকাপের সময় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ মাথায় নিয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরত আসতে হয়েছিল আল-আমিনকে। মনে হচ্ছিল ক্যারিয়ারই বুঝি শেষ!
Discussion about this post