শহীদ আফ্রিদি, পাকিস্তানের রঙীন পোশাকের অধিনায়ক। এক মহা তারকা। টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলা এই ক্রিকেটার সম্পর্কে কতোটুকু জানেন। মিলিয়ে নিন আফ্রিদির ছয় ছক্কায়।
১. বলুন দেখি শহীদ আফ্রিদির বয়স কতো? পারলেন না! তবে ক্রিকইনফো জানাচ্ছে- অফিশিয়ালি তাঁর জন্মের তারিখ হল ১ মার্চ, ১৯৮০।
২. তিনি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম একদিনের আন্তর্জাতিকেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। অবশ্য পাকিস্তানের জাতীয় দলে ঢুকেছিলেন লেগ স্পিনার হয়ে। এরপর অলরাউন্ডার।
৩. আফ্রিদির উপর তৈরি হওয়া একটি ছবি পাকিস্তানে বিপুল সাফল্য পেয়েছিল। ছবিটির নাম হল- ‘‘ম্যায় হুঁ শাহিদ আফ্রিদি।’’
৪. পাক অধিনায়কে ‘‘বুম বুম আফ্রিদি’’ নামকে দিয়েছিলেন বলুন দেখি? ভারতীয় দলের বর্তমান কোচ রবি শাস্ত্রী।
৫. তিনি ভক্তদের মধ্যে কোন নামে জনপ্রিয়? উত্তর হল- ‘‘লালা’’।
৬. আফ্রিদি সেই ৩৭ বলে সেঞ্চুরির ইনিংস করেছিলেন, সেটি কার ছিল জানেন? কিংবদন্তি শচীন টেন্ডুলকারের।
Discussion about this post