কলকাতার ক্রিকেটপ্রেমীরা নিজেদের ভাগ্যবানই মনে করতে পারেন! কেননা, যে ম্যাচটা হওয়ার কথা ছিল ধর্মশালায়, সেটিই হচ্ছে ইডেন গার্ডেনে। নিরাপত্তা ইস্যুর কারনে ম্যাচটা সরে গেছে।
কলকাতায় পাকিস্তান দল পৌঁছেছে গত শনিবার রাতে। আর পৌঁছেই ভারত বন্দনায় মেতেছেন শহিদ আফ্রিদী। পাকিস্তান অধিনায়ক বললেন, ‘ভারতে এসে প্রতিবারই যে ভালবাসা পাই তা দেশেও পাইনি।’ একইসঙ্গে নিরাপত্তা নিয়ে জানালেন, ‘কোনও রকম আশঙ্কায় ভুগছি না।
আসছে বুধবার বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ। ধারনা করা হচ্ছে প্রতিপক্ষ হবে বাংলাদেশ। এই মাঠে চির প্রতিদ্ধন্দী ভারতের সঙ্গেও লড়বে তারা। ইডেনে সেই ম্যাচ খেলার আগে বললেন, ‘এই মাঠে খেলতে সব সময় দারুণ লাগে। ইডেনে পাঁচ বার খেলে চার বারই তো ভারতকে হারিয়েছি।’
এদিকে মুখোমুখি হলেন আরেক পাকিস্তানি তারকা শোয়েব মালিক। সানিয়া মির্জার স্বামী বললেন, ‘১৯ তারিখ আমরা সেরাটা দেব। তবে ভারতকে আর পাঁচটা প্রতিপক্ষ দলের মতো করেই আমরা দেখতে চাইছি। আলাদা করে শুধু ভারত ভারত করে ভাবলে তো চাপ বেড়ে যাবে। এটা আমরা একেবারেই চাইছি না’।
Discussion about this post