রক্ষা পেলেন না আরাফাত সানি। অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে তাকে বোলিংয়ে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আইসিসি। টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে বাঁহাতি স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন মাঠের দুই আম্পায়ার। একই দিনে টাইগার পেসার তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিয়েও সন্দেহ প্রকাশ করেন তারা।
বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা সানির এই খবর বাংলাদেশ টিম ম্যানেজম্যান্টকে জানিয়েছে।
এর আগে আইসিসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ৭ দিনের মধ্যেই বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে তাসকিন এবং সানিকে। গত ১২ মার্চ চেন্নাই বিশ্ববিদ্যালয়ে বায়োমেকানিক্যাল সেন্টারে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন বাঁহাতি স্পিনার সানি। শনিবার জানা গেল- আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ হলেন সানি।
এবার টি-টুয়েন্টি বিশ্বকাপে সানির জায়গায় সাকলায়েন সজীবকে নির্বাচিত করেছে বিসিবি।
Discussion about this post