শেষটা ঠিকঠাক মতো হল না। তাইতো শত প্রতিকুলতা কাটিয়ে শিরোপা জেতা হল না লিজেন্ডস অব রূপগঞ্জের। ৭ উইকেটের বড় হারে শিরোপা লড়াই বিদায় নেয় সাবেক চ্যাম্পিয়নরা।
তবে সন্ধ্যার পর আবাহনীকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০১৫-১৬ মৌসুমের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। পয়েন্ট তালিকা নিয়ে সূক্ষ্ম কিছু হিসেব-নিকেশ থাকলেও চার সদস্যের তদন্ত কমিটি রায়ের পর নিশ্চিত তথ্য মিলল- আবাহনীই চ্যাম্পিয়ন। বুধবার সুপার সিক্সের শেষ ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১১৫ রানে জিতে শিরোপা জয়ের পথে বেশ খানিকটা এগিয়ে যায় তামিম ইকবালের দল।
গত ১২ জুন আবাহনী-দোলেশ্বর স্থগিত হওয়া ম্যাচর কারণে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটির শিরোপা জয়ের উৎসব বিলম্বিত হয়। শেষ পর্যন্ত বুধবার সন্ধ্যায় ঐ ম্যাচকে ড্র ঘোষণা করে দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করে দেয় বিসিবি। যে কারণে ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হল তামিম-সাকিবের আবাহনী। এ নিয়ে প্রিমিয়ার লিগে ১৮বার শিরোপা জিতল তারা।
তবে এনিয়ে বেশ নাটক হয়ে গেল। সন্ধ্যায় ঘোষণা আসল- আবাহনীই চ্যাম্পিয়ন।
এদিকে বুধবার বিকেএসপিতে ৪১.২ ওভারে ১৪৩ রানেই অলআউট হয়েছে সৌম্য-মিথুনদের লিজেন্ডস অব রূপগঞ্জ। জবাব দিতে নেমে ২৫.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।
Discussion about this post