নতুন বছরের প্রথম দিনই দুঃসংবাদ। ইনজুরিতে পড়লেন মুশফিকুর রহীম। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বরের অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে পড়ে যান তিনি। তাতেই ডান কাঁধে চোট পেয়েছেন মুশফিক।
অবশ্য বিসিবির চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী বললেন, ‘আমার মনে হয় না ইনজুরিটা গুরুতর। মুশফিক এ জায়গায় আগেও ব্যথা পেয়েছিল। এটা নিয়ে চিন্তিত হওয়ার মতো কিছু নেই।”
তারপরও মুশফিককে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার স্ক্যান করা হবে। এরপরই আসলে সব কিছু জানা যাবে। তবে বিশ্বকাপে খেলা নিয়ে তার শঙ্কা নেই।
Discussion about this post