আগামী ২৫ জানুয়ারি শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ। এটি ষোড়শতম আসর। সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
মোট আট দলকে নিয়ে এবারের পর্ব হবে চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, মিরপুর ও ফতুল্লায়। পারফরম্যান্সের ভিত্তিতে প্রতিটি বিভাগের ৩০ জনের প্রাথমিক দল ঠিক করবেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, কোচ, সহকারী কোচ এবং সংশ্লিষ্ট বিভাগের বোর্ড পরিচালকরা। এরপর জাতীয় নির্বাচকরা ১৮ জনের চূড়ান্ত দল করে দেবেন। যাঁদের চারজন থাকবেন স্ট্যান্ডবাই।
জানা গেল আগামী জাতীয় লিগে পাল্টে যাচ্ছে ফরম্যাট। প্রথম শ্রেণীর ক্রিকেটের এ টুর্নামেন্ট হবে দুই স্তরে।
সপ্তদশ আসরে প্রথম টায়ার থাকবে ৪ দল। দ্বিতীয় টায়ারে বাকী চার দল। জানা গেল একইসঙ্গে বাড়ানো হবে প্রাইজমানি।
সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন খুলনা বিভাগ।
Discussion about this post