এবার লড়াই করার সুযোগও পেল না ভারত। অ্যাডিলেড টেস্ট নাটকীয়তায় শেষ হয়েছিল। ভারতকে ৪৮ রানে হারাল অস্ট্রেলিয়া। এবার ব্রিসব্রেনেও সেই দাপট। ৪ দিনেই এই টেস্ট জিতে নিল স্বাগতিকরা।
শনিবার সফরকারীদের বিপক্ষে তারা পেয়েছে ৪ উইকেটের দারুণ এক জয়।
আর তাতেই ৪ ম্যাচের সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। টানা দুই টেস্ট জয়ে সিরিজ তারা হারছে না এটাও নিশ্চিত হয়ে গেল।
শনিবার সকালে মিচেল জনসনের দুর্দান্ত বোলিংই আসলে সব শেষ করে দেয়। ভারত দ্বিতীয় ইনিংসে ২২৪ রানে অলআউট। এরপর ১২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে অবশ্য চাপে পড়ে গিয়েছিল তারা। শেষ ৬ উইকেট হারিয়ে পৌঁছে যায় অজিরা।
আগামী শুক্রবার মেলবোর্নে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ১ম ইনিংস: ৪০৮/১০ (মুরালি ১৪৪, রাহানে ৮১, রোহিত ৩২, ধোনি ৩৩, অশ্বিন ৩৫; হ্যাজলউড ৫/৬৮, লায়ন ৩/১০৫) ও ২য় ইনিংসে: ২২৪/১০ (মুরালি ২৭, ধাওয়ান ৮১, পূজারা ৪৩, যাদব ৩০; জনসন ৪/৬১, স্টার্ক ২/২৭)।
অস্ট্রেলিয়া: ১ম ইনিংসে: ৫০৫/১০ (রজার্স ৫৫, স্মিথ ১৩৩, শন ৩২, জনসন ৮৮, স্টার্ক ৫২, হ্যাজলউড ৩২*; যাদব ৩/১০১, ইশান্ত ৩/১১৭) ও ২য় ইনিংসে: ১৩০/৬ (রজার্স ৫৫; ইশান্ত ৩/৩৮, যাদব ২/৪৬)।
ফল: অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: স্টিভেন স্মিথ
সিরিজ: অস্ট্রেলিয়া ৪ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে।
##################
ব্রিসবেনেও দাপট অজিদের
অ্যাডিলেডের মতো ব্রিসব্রেন টেস্টেও দাপট অস্ট্রেলিয়ার।
অধিনায়ক স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে লিড নিল তারা। প্রথম ইনিংসে তারা ৫০৫ রান তুলে অলআউট। শুক্রবার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ভারতের চেয়ে ২৬ রানে এগিয়ে অজিরা।
এর আগে ভারত ১ম ইনিংসে তুলেছিল ৪০৮ রান। এরপর ৩য় দিন শেষে ১ উইকেট হারিয়ে তারা করেছে ৭১ রান।
ইনজুরির কারনে এই টেস্টে খেলতে পারছেন না অধিনায়ক মাইকেল ক্লার্ক। তার জায়গায় অধিনায়কত্ব করা স্মিথ
করেন ১৩৩ রান। ১৯৭৫ সালের পর টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে শতরান করা অস্ট্রেলিয়ার প্রথম ক্রিকেটার তিনি। তাতেই ছুঁয়ে ফেলেন গ্রেগ চ্যাপেলকে।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ১ম ইনিংসে ৪০৮ ও ২য় ইনিংসে ৭১/১ (মুরালি ২৭, ধাওয়ান ২৬*, পূজারা ১৫*; স্টার্ক ১/১০)।
অস্ট্রেলিয়া : ১ম ইনিংসে: ৫০৫ (রজার্স ৫৫, স্মিথ ১৩৩, শন ৩২, জনসন ৮৮, স্টার্ক ৫২, হ্যাজলউড ৩২*; যাদব ৩/১০১, ইশান্ত ৩/১১৭)।
###################
জবাব দিচ্ছে অজিরা
আগের দিন সম্ভাবনা জাগিয়েছিল ভারত। কিন্তু বৃহস্পতিবার তেমন কিছুই করতে পারল না সফরকারীরা।
প্রথম ইনিংসে তারা অলআউট ৪০৮ রানে। এরপর ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়া ১ম ইনিংসে ৪ উইকেট হারিয়ে করেছে ২২১ রান। অজিরা পিছিয়ে আছে ১৮৭ রানে।
৮৭ রানে শেষ ৬ উইকেট হারায় সফরকারী ভারত।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংসে: ৪০৮/১০ (মুরালি ১৪৪, ধাওয়ান ২৪, পূজারা ১৮, কোহলি ১৯, রাহানে ৮১, রোহিত ৩২, ধোনি ৩৩, অশ্বিন ৩৫; হ্যাজলউড ৫/৬৮, লায়ন ৩/১০৫)।
অস্ট্রেলিয়া ১ম ইনিংসে: ২২১/৪ (রজার্স ৫৫, ওয়ার্নার ২৯, ওয়াটসন ২৫, স্মিথ ৬৫*, শন ৩২; যাদব ৩/৪৮)।
#######################
মুরালি বিজয়ের সেঞ্চুরি, দারুণ শুরু ভারতের
অ্যাডিলেডে হারের ধাক্কা সামলে বেশ উঠল ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রখম দিনটি দারুণ কেটেছে সফরকারীদের। মুরালি বিজয়ের সেঞ্চুরিতে তারা বুধবার ব্রিসবেন টেস্টের ১ম দিনের খেলা শেষে প্রথম ইনিংসে তুলেছে ৪ উইকেটে ৩১১ রান।
দিনশেষে উইকেটে আছেন অজিঙ্কা রাহানে (৭৫ রান) এবং রোহিত শর্মা (২৬)।
সকালে মুদ্রা নিক্ষেপে হাসিমুখ ছিল মহেন্দ্র সিং ধোনির। তবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি তাদের। কিন্তু মুরালি বিজয় পাল্টে দেন দৃশ্যপট। তুলে নেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। ১৪৪ রান করে সাজঘরে ফিরেন মুরালি।
তার আগে রাহানের সঙ্গে গড়েন ১২৪ রানের জুটি।
অ্যাডিলেড টেস্টে জিতে সিরিজে চার টেস্ট সিরিজে ১-০’তে এগিয়ে আছে অজিরা। ভারতকে ৪৮ রানে হারাল অস্ট্রেলিয়া। অকাল প্রয়াত ফিলিপ হিউজের শোক সামলে খেলতে নেমে জিতল স্বাগতিকরা।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত প্রথম ইনিংস: ৮৩ ওভারে ৩১১/৪ (মুরালি ১৪৪, ধাওয়ান ২৪, পূজারা ১৮, কোহলি ১৯, রাহানে ৭৫*, রোহিত ২৬*; হ্যাজলউড ২/৪৪, মার্শ ১/১৪)।
×১ম দিন শেষে
Discussion about this post