তাদের লড়াইটা এখন শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও। দুই লড়াইয়েই মাথা ঠান্ডা রেখে এগিয়ে যাচ্ছে দল। এইতো রোববার তারা শেখ জামালকে ৬ উইকেটে হারিয়ে উঠে গেছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগে।
মিরপুরে অনুষ্টিত ম্যাচে শেখ জামাল ধানমণ্ডি প্রথমে ব্যাট করতে নেমে তুলে ১৬৭ রান।
শক্তিশালী ব্যাটিং লাইন আপ রূপগঞ্জের। তামিম ইকবাল, জহুরুল ইসলাম, জুনায়েদ সিদ্দিকি, অলক কাপালি, আসহার জাইদি ও সাকিব আল হাসান। তাদের জন্য সেই লক্ষ্যটা তো সহজই। তারই দেখা মিলল মাঠে। ৪৫ ওভারের ম্যাচে ৩৬.২ ওভারেই খেলা শেষ। তামিম করেন ৯০ বলে ৭৩। অলক ৩৮ বলে ৩০। সাকিব ১৫ বলে করেন ২৭ রান।
রূপগঞ্জ ছাড়া সুপার লিগে উঠেছে-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, আবাহনী লিমিটেড, কলাবাগান ক্রিকেট একাডেমি, প্রাইম দোলেশ্বর ও মোহামেডান লিমিটেড।
সংক্ষিপ্ত স্কোর-
শেখ জামাল : ১৬৭/৮, ৪৫ ওভার (তুষার ইমরান ৬৪, নাহিদুল ৪৩*, সোহাগ গাজী ২৩; শরীফউল্লাহ ৩/১৩, আবুল হাসান ২/২৬)।
লিজেন্ডস অব রূপগঞ্জ : ১৭১/৪, ৩৬.২ ওভার (তামিম ৭৩, জুনায়েদ ২৪, অলক কাপালি ৩০*, সাকিব ২৭*; সোহাগ গাজী ১/১৯)।
ফল : রূপগঞ্জ ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : তামিম ইকবাল।
Discussion about this post