বৈরি পরিস্থিতির মধ্যেই ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচ খেলতে নেমেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে আরো একটা ম্যাচে জয় অধরাই থাকল তাদের। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে লড়াই করে ১২ রানে হেরেছে তারা।
শনিবার মোহামেডান স্পোর্টিং ক্লাব তুলে ৩১৩ রান। জবাব দিতে নেমে রূপগঞ্জ ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলে ৩০১ রান।
সাভারের বিকেএসপি ৩ নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে মোহামেডান। তারা। ৫০ ওভারে তুলে ৭ উইকেট হারিয়ে ৩১৩ রান। দলের ইজাজ আহমেদ করেন ১৩৬। মোহাম্মদ মিথুনের ব্যাটে ৭০। সাকিব আল হাসান এবং রায়ান টেন ডোশেট নেন দুটি করে উইকেট।
জবাব দিতে নেমে অবশ্য ৪২ রানে প্রথম উইকেট হারায় লিজেন্ডসরা। তবে জুনায়েদ সিদ্দিকি এবং সাকিব আল হাসান পথ দেখাচ্ছিলেন। মনে হচ্ছিল জিততে যাচ্ছে তারা। কিন্তু সাকিব ৩৫ বলে ৪৯ রান করে ফিরে যান। জুনায়েদ ৯১ বলে করেন ৯১।
এরপর অবশ্য পথ হারায় দল। কিন্তু শরিফউল্লাহর ব্যাট ফের স্বপ্ন দেখাচ্ছিল। ৬৯ বলে তিনি করেন ৭২ রান। কাছে গিয়েও হেরে গেল রূপগঞ্জ। মাশরাফি বিন মর্তুজা নেন ২ উইকেট। ৩ উইকেট অমিত কুমারের।
টানা ৫ ম্যাচে জয় দিয়ে দারুণ শুরু হয়েছিল এবার রূপগঞ্জের। কিন্তু বর্তমান চ্যাম্পিয়নদের সেই মসৃন চলার পথে বাধা হয়ে দাড়ায় বাজে আম্পায়ারিং। এ কারনেই পরের তিন ম্যাচে জেতা হয়নি ফেভারিটদের।
এ অবস্থায় ৯ ম্যাচ খেলে রূপগঞ্জের পয়েন্ট ১০। মোহামেডানের সমান ম্যাচে ৮।
এদিকে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের শনিবারের অন্য দুই ম্যাচে জিতেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং প্রাইম দোলেশ্বর। পারটেক্স স্পোর্টং ক্লাবের বিপক্ষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা প্রাইম ব্যাংক জিতেছে ১৩৪ রানে। দলের জয়ে বড় অবদান রেখেছেন সৌম্য সরকার। সেঞ্চুরি (১২৭) করেছেন তিনি। আরেক ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১০০ রানে হারাল প্রাইম দোলেশ্বর।
Discussion about this post