ওল্ড ডিওএইচএস যেন হারতেই মাঠে যায়। এবারের ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ৭ ম্যাচ খেলে
সবকটিতে হারল তারা। সোমবার আবাহনীর বিপক্ষে একটুও লড়াই করতে পারল না দলটি। ফতুল্লায় টসে জিতে আবাহনী তুলে ৫ উইকেট হারিয়ে ২৯৫ রান।
এরপর ব্যাটিংয়েও ব্যর্থ ওল্ড ডিওএইচএস। মাত্র ১৩১ রানে অলআউট। ১৬৬ রানের বড় জয় আবাহনীর। ধানমন্ডির এই ক্লাবটি ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তাালিকার চতুর্থ স্থানে।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী: ২৯৭/৫ (৪৯ ওভারে) লিটন কুমার ৬৬, রকিবুল ৫৬, নাসির ৬০, নেহাদুজ্জামান ২/৫৩)।
ওল্ড ডিওএইচএসঃ ১৩১/১০ (৪৫.৩ ওভারে) নেহাদুজ্জামান ৪৩, নাজমুল অপু ৩/১৩)।
ফল: আবাহনী ১৬৬ রানে জয়ী।
ম্যাচসেরা: নাজমুল অপু।
পারটেক্সকে হারাল ব্রাদার্স
বিকেএসপির চার নম্বর মাঠে পারটেক্সের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় পেল ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে পারটেক্স ৫০ ওভারে অলআউট হয়ে তুলে ১৮৩ রান। সেই সংগ্রহ ৩ উইকটে হারিয়ে ৪৩.৫ ওভারে পুরন করে ফেলে ব্রাদার্স।
প্রিমিয়ার ক্রিকেট লিগে সপ্তম রাউন্ড শেষে ৩ জয় ও ৪ হার নিয়ে ব্রাদার্সের অর্জন ৬ পয়েন্ট। ১২ দলের মধ্যে অবস্থান তাদের দশম। পারটেক্স ৭ ম্যাচে জিতেছে দুটিতে। লিগ টেবিলে অবস্থান তাদের ১১তম। রেলিগেশনের শঙ্কায় দু’দলই।
সংক্ষিপ্ত স্কোর
পারটেক্স: ১৮৩/১০ (৫০ ওভারে, মেহরাব ৬২, আরমান ৩৩, শাহাজাদা ৩/৩৩)।
ব্রার্দাস: ১৮৭/৩ (৪৩.৫ ওভারে) নাজিমুদ্দিন ৬৮, জোসেফ লিয়াম ৫৬*)।
ফল: ব্রাদার্স ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: নাজিমুদ্দিন।
কামরুলের পেসে পুড়ল কলাবাগান
বিকেএসপির ৩ নম্বর ভিক্টোরিয়ার বিপক্ষে ব্যাট করতে নেমে কলাবাগান ক্রীড়া চক্র তুলে মাত্র ১২২ রান। আর সেই মামুলি টার্গেট ২৯ ওভারে ৩ উইকেট হারিয়ে টপকে যায় ভিক্টোরিয়া।
লিগের চতুর্থ এই জয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।
সংক্ষিপ্ত স্কোর-
কলাবাগান ক্রীড়া চক্রঃ ১২২/১০ (৫০ ওভারে) শামসুর ৩৪, কামরুল ৩/২৭, আবু হায়দার ৩/২০)।
ভিক্টোরিয়া: ১২৩/৩ (২৯ ওভারে) ধীমান ৪৪, মার্শাল ৩৫*)।
ফল: ভিক্টোরিয়া ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: কামরুল ইসলাম
Discussion about this post