ইংল্যান্ডকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতে উঠেছিল শ্রীলঙ্কা। আর তাতেই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীদের ৮ উইকেটে উড়িয়ে দিল স্বাগতিকরা।
প্রথমে ব্যাট করতে নেমে ৪৩ ওভারে ১৮৫ রান করে ইংল্যান্ড। এরপর শ্রীলঙ্কা একেবারে অনায়াসে ৩৪.২ ওভারেই ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।
সাত ম্যাচের সিরিজে স্বাগতিকরা এগিয়ে ২-০ ম্যাচে।
এই ম্যাচ শুরুর আগে অকাল প্রয়াত ফিলিপ হিউজের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড : ১৮৫/১০, ৪৩ ওভার (বোপারা ৫১, রুট ৪২, কুক ২২; মেন্ডিস ৩/৩৩, দিলশান ২/৩২)।
শ্রীলঙ্কা : ১৮৬/২, ৩৪.২ ওভার (মাহেলা ৭৭*, সাঙ্গাকারা ৬৭*; ফিন ১/৩৫, মঈন ১/৩৮)।
ফল : শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : মাহেলা জয়াবর্ধনে।
Discussion about this post