শেষ পর্যন্ত শারজা টেস্ট চারদিনেই জিতে নিল নিউজিল্যান্ড। তৃতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ইনিংস ও ৮০ রানের বড় ব্যবধানে হারিয়ে ৩ টেস্টের সিরিজ ১-১ সমতায় শেষ করল কিউইরা।
রোববার দ্বিতীয় ইনিংসে পাকিস্তান অলআউট ২৫৯ রানে।
এর আগে সকালে নিউজিল্যান্ডের ১ম ইনিংস শেষ হয় ৬৯০ রানে। এটিই টেস্টে কোনো ইনিংসে কিউইদের সর্বোচ্চ রানের নতুন রেকর্ড।
সফরকারীদের এই বড় সংগ্রহের নায়ক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম এবং কেন উইলিয়ামসনের।
ক্যারিয়ারের চতুর্থ ডাবলসেঞ্চুরি তুলে নেন ম্যাককালাম। তবে উইলিয়ামসন ফিরে যান ১৯২ রানে।
ম্যাককালাম ১৮৮ বলে ২০২ রান করেন। মাত্র ১৮৬ বলে ডাবল সেঞ্চুরি করেন তিনি। বলের হিসেবে এটি টেস্টে চতুর্থ দ্রুততম ডাবল সেঞ্চুরি।
একইসঙ্গে এক ক্যালেন্ডার ইয়ারে তিনটি ডাবল সেঞ্চুরি করা চতুর্থ ক্রিকেটার হিসেবে রেকর্ডের খাতাতেও নাম লিখিয়েছেন ম্যাককালাম। বাকিরা হলেন অজি ব্যাটসম্যান-গ্রেট ডন ব্র্যাডম্যান, রিকি পন্টিং এবং মাইকেল ক্লার্ক।
টেস্ট ক্রিকেটের এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়েছে কিউইরা। ১৮ নম্বর ছক্কা মেরে রেকর্ডটি গড়ে তারা। ২০০৩ সালে পার্থে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ১৭ ছয় হাকিয়েছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা।
দুটি ছয় মারেন সাউদিও। একটি ছয় মারেন ক্রেইগ। সব মিলিয়ে এই ইনিংসে এখন পর্যন্ত নিউ জিল্যান্ডের ছয়ের সংখ্যা ১৯টি। কোনো টেস্টের এক ইনিংসে এটাই কোনো দলের সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১ম ইনিংস : ৩৫১/১০ ও ২য় ইনিংস : ২৫৯/১০ (আসাদ ১৩৭, সরফরাজ ৩৭, হাফিজ ২৪, তালহা ১৯; বোল্ট ৪/৩৮, ক্রেইগ ৩/১০৯, সোধি ২/৮২)।
নিউজিল্যান্ড ১ম ইনিংস : ৬৯০/১০।
ফল : নিউজিল্যান্ড ইনিংস ও ৮০ রানে জয়ী।
ম্যাচসেরা : মার্ক ক্রেইগ।
সিরিজসেরা : মোহাম্মদ হাফিজ।
Discussion about this post