টেস্ট ইতিহাসে এমন ঘঠনা ঘটেনি বলেই চলে। দ্বিতীয় দিনে এসে হঠাৎ খেলা বন্ধ। মাঠে গিয়েও ফিরে আসলেন ক্রিকেটাররা। পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ও শেষ টেস্টে এমন ঘঠনাই ঘটেছিল গত বৃহস্পতিবার।
শারজাতে সেদিন খেলা শুরুর দেড় ঘণ্টা আগে অজি ক্রিকেটার হিউজের মৃত্যুর খবর আসে। দু’দলই তখন মাঠে না নামার সিদ্ধান্ত নেয়। নিউজিল্যান্ডের কোচ মাইক হেসন বলছিলেন, ‘আজকের দিনটা ক্রিকেট নিয়ে নয়।’
সেই শোক সামলে শুৃক্রবার মাঠে নামল পাকিস্তান-নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। কিন্তু হিউজ ঠিকই থাকলেন। দিনের খেলা শুরুর আগে তার জন্য এক মিনিট নীরবতা পালন করেন সবাই। ড্রেসিংরুম আর মাঠে নানাভােব শ্রদ্ধা জানানো হয় অকাল প্রয়াত সেই ক্রিকেটারকে।
এইতো গত মঙ্গলবার শেফিল্ড শিল্ডের ম্যাচে পেসার শন অ্যাবটের বাউন্সারের আঘাতে মাঠে লুটিয়ে পড়েন হিউজ। দু’দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানেন তিনি।
শুক্রবার শারজা টেস্টে তৃতীয় দিনে হল দ্বিতীয় দিনের খেলা।
প্রথম দিনের ৩ উইকেটে ২৮১ রান নিয়ে খেলতে নেমেছিল পাকিস্তান। ক্রিজে ছিলেন হাফিজ ১৭৮ ও অধিনায়ক মিসবাহ ৩৮ রানে। তারা অলআউট ৩৫১ রানে। ৩ রানের জন্য টেস্ট ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি মিস হাফিজের।
নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংস শুরু করে টি-টুয়েন্টি স্টাইলে। ব্রেন্ডন ম্যাককালাম ১৪৫ বলে ১৭ চার ও ৮ ছক্কায় করেন ১৫৩ রান। তার সঙ্গে শন উইলিয়ামসন উইকেটে আছেন ৭৬ রান নিয়ে। দ্বিতীয় দিনের খেলা শেষ শেষে নিউজিল্যান্ডের রান ১ উইকেটে ২৪৯।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১ম ইনিংস : ৩৫১/১০ (হাফিজ ১৯৭, আজহার ৩৯, মিসবাহ ৩৮, ইয়াসির ২৫, সরফরাজ ১৫; ক্রেইগ ৭/৯৪)।
নিউজিল্যান্ড ১ম ইনিংস : ২৪৯/১ (লাথাম ১৩, ম্যাককালাম ১৫৩ ব্যাটিং, উইলিয়ামসন ৭৬ ব্যাটিং)।
Discussion about this post