সময় এখন সাকিব আল হাসানের। একের পর সাফল্য যোগ হচ্ছে তার নামের পাশে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা স্মরনীয় হয়ে থাকবে তার। টেস্ট সিরিজে তাদের বিপক্ষে এক টেস্টে সেঞ্চুরি আর ১০ উইকেটের রেকর্ডও গড়েছিলেন তিনি।
শুক্রবার আরেকটি রেকর্ড গড়লেন সাকিব। শ্রীলঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরনকে পেছনে ফেলে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড তার। তাদের বিপক্ষে নিজের ৬০ উইকেটটি নিয়েছেন তিনি। মুরালিধরন জিম্বাবুয়ের বিপক্ষে ৩১ ম্যাচে নেন ৫৯ উইকেট। ওয়ানডের সর্বোচ্চ উইকেট শিকারী মুরালিধরনকে ছাড়াতে সাকিবের লাগলো ৪১ ম্যাচ। সাকিবকে ৬০ উইকেট পেতে অবশ্য খেলতে হল ৪১ ম্যাচ।
জিম্বাবুয়ের বিপক্ষে আব্দুর রাজ্জাক নিয়েছেন ৫৬ উইকেট। মাশরাফি বিন মুর্তজা ৫৩ উইকেট।
Discussion about this post