বেশ জবাব দিচ্ছিল জিম্বাবুয়ে। ফলোঅন এড়িয়ে বাংলাদেশের ইনিংস ছুঁয়ে ফেলার লড়াই শুরু করেছিল তারা। কিন্তু বেলা গড়াতেই সব শেষ! চা বিরতির পর চমক দেখালেন বাংলাদেশের বোলাররা। তাতেই তৃতীয় দিনের শেষ সেশনে ১ম ইনিংসে ৩৭৪ রানে অলআউট জিম্বাবুয়ে।
বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ৫০৩ রান। তাইতো ১২৯ রান লিড পায় স্বাগতিকরা।
আর শুক্রবার দিন শেষে বাংলাদেশের রান কোন উইকেট না হারিয়ে ২৩। ইমরুল কায়েস ১১ ও তামিম ইকবাল ৮ রান নিয়ে উইকেটে আছেন।
শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেশ দাপটেই খেলছিল সফরকারীরা। হ্যামিল্টন মাসাকাদজা ও সিকান্দার রাজা পথ দেখাচ্ছিলেন। এক পর্যায়ে মাসাকাদজাকে (৮১) ফেরান শফিউল। ভাঙে ১৬০ রানের রেকর্ড জুটি। দ্বিতীয় উইকেটে এটিই জিম্বাবুয়ের সেরা জুটি। আগের রেকর্ডটি ছিল অ্যালিস্টার ক্যাম্পবেল ও মার্ক ডেকারের। ১৯৯৩ সালে রাওয়ালপিন্ডিতে ১৩৫ রানের জুটি গড়েছিলেন তারা, প্রতিপক্ষ পাকিস্তান।
রাজা করেন ৮২। এল্টন চিগুম্বুরার ব্যাট থেকে আসে ৮৮ রান।
৯৬ রানে ৫ উইকেট নিয়েছেন জুবায়ের হোসেন লিখন।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ১ম ইনিংসে ৫০৩/১০ (ইমরুল ১৩০, তামিম ১০৯, সাকিব ৭১; রাজা ৩/১২৩) ও ২য় ইনিংসে ২৩/০ (তামিম ৮*, ইমরুল ১১*)
জিম্বাবুয়ে: ১ম ইনিংসে ৩৭৪/১০ (রাজা ৮২, হ্যামিল্টন ৮১, চাকাবভা ৬৫, চিগুম্বুরা ৮৮, মুতুমবামি ২০; জুবায়ের ৫/৯৬, শফিউল ২/৫০, রুবেল ১/৪৬, সাকিব ১/৬৭, তাইজুল ১/১০০)
###########################
বাংলাদেশ ১ম ইনিংসে ৫০৩, লড়ছে জিম্বাবুয়ে
চট্রগ্রাম টেস্টের প্রথম দিনই আঁচ করা গিয়েছিল রান পাহাড়ে উঠতে যাচ্ছে বাংলাদেশ। শেষ পর্যন্ত তাই হলো। বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিনে অলআউট হয়ে বাংলাদেশ তুলেছে ৫০৩ রান।
দশম উইকেটে ৫১ রানের জুটি গড়েন রুবেল হোসেন এবং জুবায়ের লিখন। এরপর ব্যাট করতে নেমে বেশ জবাব দিচ্ছে জিম্বাবুয়ে। সিকান্দার রাজা ও হ্যামিল্টন মাসাকাদজা পথ দেখাচ্ছেন। তাইতো বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শেষে তাদের রান ১ উইকেট হারিয়ে ১১৩।
রাজা ৫৪ ও হ্যামিল্টন ৫১ রানে ব্যাট করছেন।
এর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকালে ২ উইকেটে ৩০৩ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ।
আরো একবার ব্যর্থ হলেন অধিনায়ক মুশফিকুর রহীম। তিনি ফিরে যান ১৫ রানে।
তবে আরো একটা বড় ইনিংস খেললেন সাকিব আল হাসান। ৭১ রান করেন তিনি। ৩ উইকেট নেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
এর আগে চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। দুই ওপেনার তামিম ও ইমরুল উড়িয়ে দেন জিম্বাবুয়ের বোলিং আক্রমন। দলকে নিয়ে যান নিরাপদে। শামসুর রহমানের জায়গায় দলে ফিরে ইমরুল দেখিয়ে দিলেন যোগ্যতার পরিধি। অন্যদিকে তামিম ফর্মেই ছিলেন। খুলনায় পেয়েছিলেন শতরান। তার রেশ থাকল নিজের শহরে।
টানা দুই টেস্টে শতরান পেলেন তামিম। সেঞ্চুরি পেলেন ইমরুলও। ৬৩.৫ ওভার খেলে ওপেনিং জুটিতে তারা করেন ২২৪ রান। বাংলাদেশের এটাই প্রথম দুইশ’ রানের উদ্বোধনী জুটি।
তামিম ফিরে যান ১০৯ রান করে। খেলেন ১৭১ বল। এটি তার ক্যারিয়ারের ৬ষ্ঠ টেস্ট সেঞ্চুরি। তাতেই দেশের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুলের রেকর্ড স্পর্শ করলেন তিনি।
ইমরুল ফিরে যান ১৩০ রানে। যা কীনা তার দ্বিতীয় টেস্ট শতরান। খেলেন ২৫৭ বল।
তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। লক্ষ্য এখন জিম্বাবুয়েকে ধবল ধোলাই।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ১ম ইনিংসে ৫০৩/১০ (তামিম ১০৯, ইমরুল ১৩০, মুমিনুল ৪৮, সাকিব ৭১, মুশফিক ১৫, শুভাগত ৩৫, তাইজুল ১, শফিউল ১০, রুবেল ৪৫*, জুবায়ের ৫; রাজা ৩/১২৩, হ্যামিল্টন ২/২৩)
জিম্বাবুয়ে: ১ম ইনিংসে ১১৩/১ (রাজা ৫৪*, চারি ০, হ্যামিল্টন ৫১*; রুবেল ১/২৭)
####################
তামিম-ইমরুলের সেঞ্চুরি, রান পাহাড়ে বাংলাদেশ
স্বপ্নের মতো বেকটা দিন কাটল বাংলাদেশের। চট্রগ্রাম টেস্টের প্রথম দিনই শতরান তুলে নিলেন দুই ওপেনার। গড়েন রেকর্ড রানের জুটি। আর তাতেই তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে ১ম ইনিংসে বাংলাদেশের রান ২ উইকেট হারিয়ে ৩০৩।
মমিনুল হক ৪৬ ও মাহমুদুল্লাহ রিয়াদ ৫ রানে ব্যাট করছেন।
এর আগে চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। দুই ওপেনার তামিম ও ইমরুল উড়িয়ে দেন জিম্বাবুয়ের বোলিং আক্রমন। দলকে নিয়ে যান নিরাপদে। শামসুর রহমানের জায়গায় দলে ফিরে ইমরুল দেখিয়ে দিলেন যোগ্যতার পরিধি। অন্যদিকে তামিম ফর্মেই ছিলেন। খুলনায় পেয়েছিলেন শতরান। তার রেশ থাকল নিজের শহরে।
টানা দুই টেস্টে শতরান পেলেন তামিম। সেঞ্চুরি পেলেন ইমরুলও। ৬৩.৫ ওভার খেলে ওপেনিং জুটিতে তারা করেন ২২৪ রান। বাংলাদেশের এটাই প্রথম দুইশ’ রানের উদ্বোধনী জুটি।
তামিম ফিরে যান ১০৯ রান করে। খেলেন ১৭১ বল। এটি তার ক্যারিয়ারের ৬ষ্ঠ টেস্ট সেঞ্চুরি। তাতেই দেশের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুলের রেকর্ড স্পর্শ করলেন তিনি।
ইমরুল ফিরে যান ১৩০ রানে। যা কীনা তার দ্বিতীয় টেস্ট শতরান। খেলেন ২৫৭ বল।
তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এখন জিম্বাবুয়েকে ধবল ধোলাইয়ের অপেক্ষায় মুশফিকের দল।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ১ম ইনিংসে ৩০৩/২ (তামিম ১০৯, ইমরুল ১৩০, মুমিনুল ৪৬*, মাহমুদুল্লাহ ৫*; হ্যামিল্টন ১/৩, রাজা ১/৭৪)
Discussion about this post