গত মৌসুমে যেখানে শেষ করেছিল এবার সেখান থেকেই শুরু করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। অবশ্য তখন তাদের নাম ছিল গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স। শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তিকে এনে ক্লাবের লগো আর জার্সি উদ্বোধন করেছে তারা। আর এবারের ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম ম্যাচেই বাজিমাত লুৎফর রহমান বাদলের দলের। তারা মঙ্গলবার উদ্বোধনী ম্যাচে ২৪৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে ওল্ড ডিওএইচসকে।
এদিকে মঙ্গলবার প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে শেখ জামালের বিপক্ষে ১১ রানে জিতেছে পারটেক্স। কলবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে ১৩৯ রানের সহজ জয় পেয়েছে প্রাইম ধলেশ্বর।
জায়েদি’র ১০৩ বলে ১৪৩
এরচেয়ে ভাল শুরু বুঝি আর হতেই পারতো না। প্রথম ম্যাচেই চ্যাম্পিয়নের মতো জয়। আর সেই জয়ের নায়ক আসহার জায়েদি। লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে প্রথমে সেঞ্চুরিটা অবশ্য পেয়ে যাচ্ছিলেন জহুরুল ইসলাম অমি। কিন্তু ফিরে যান ৭৮ রানে। এরপর মিরপুরে ৮১ বলে সেঞ্চুরি করলেন দলের পাকিস্তানি বংশোদ্ভুদ ক্রিকেটার জায়েদি। শেষ পর্যন্ত ১০৩ বলে ১৮ চার ও ৫ ছক্কায় ১৪১ রানের ঝড়ো ইনিংস। আর তাতেই চ্যাম্পিয়নরা তুলল ৫০ ওভারে ৩৫৭ রান। রীতিমতো রান পাহাড়!
এরপর জবাব দিতে নেমে তথৈইবচ ডিওএইচএস। অল আউট ১১০ রানে। অলক কাপালি নিলেন ২০ রানে ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
গাজী ট্যাংক ক্রিকেটার্স (লিজেন্ডস অব রূপগঞ্জ) : ৩৫৭/৬, ৫০ ওভার (জহুরুল ৭৮, জায়েদি ১৪৩, মোশাররফ ২৩, নাজমুল মিলন ২৭, আবুল হাসান ৩৫*; জায়েদ ২/৭৪, শেহনাজ ২/৬৬)।
ওল্ড ডিওএইচএস : ১১০/১০, ৪১.৫ ওভার (এহসানুল ২৬; কাপালি ৩/২০, শরীফউল্লাহ ২/৯, শহীদ ২/১৪)।
ফল : গাজী ট্যাংক ক্রিকেটার্স (লিজেন্ডস অব রূপগঞ্জ) ২৪৭ রানে জয়ী।
হারল শেখ জামাল
তারা ছিল গতবারের রানার্সআপ। কিন্তু এবারের ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিটে লিগের শুরুতেই হোচট খেল শেখ জামাল। ফতুল্লার ধীরগতির উইকেটে পারটেক্স তাদের বিপক্ষে তুলল ২০০ রান। সেঞ্চুরি করলেন শ্রীলঙ্কান ক্রিকেটার রোশানে সিওয়াঙ্কা সিলভা।
এরপর জবাব দিতে নেমে শেখ জামাল ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলল ১৮৯ রান। তুষার ইমরান ৭২।
সংক্ষিপ্ত স্কোর
পারটেক্স এসসি : ২০০/৮, ৫০ ওভার (সিলভা ১০০, আরমান ৪০; মেহেদি ৩/৪১, আরাফাত সানি ২/৩১, ডওসন ২/৩৪)।
শেখ জামাল : ১৮৯/৮, ৫০ ওভার (তুষার ৭২, ডওসন ৩৪; আজিম ৩/৪৩, নুরুজ্জামান ৩/২৩)।
ফল : পারটেক্স ১১ রানে জয়ী।
জিতল দোলেশ্বর
মিরপুরের মতো বিকেএসপিতেও ম্যাচটা হল একপেশে। একেবারে অনায়াসে প্রাইম দোলেশ্বর ১৩৯ রানে হারাল কলাবাগান ক্রীড়া চক্রকে। সকালে ব্যাট করতে নেমে ২৭৩ রান তুলে দোলেশ্বর। ৪৫ রান করেন রনি তালুকদার। মেহেদি মারুফ করেন ৫৫। আসিফ ৬৮ বলে ৬৩ রান।
জবাব দিতে নেমে কলাবাগান ৩৮.৪ ওভারে ১৩৪ রানে অলআউট। শামসুর রহমান শুভ জাতীয় দল থেকে বাদ পড়েই রান পেলেন। করেন ৫২ রান ।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম দোলেশ্বর : ২৭৩/৮, ৫০ ওভার (মেহেদি ৫৫, রনি ৪৫, আসিফ ৬৩, ইলিয়াস সানি ৪১; ফজলে মাহমুদ ৩/১৮)।
কলাবাগান কেসি : ১৩৪/১০, ৩৮.৪ ওভার (শামসুর ৫২, নাসুম ৩১; ইলিয়াস সানি ৩/২২, আসিফ ২/১০, হাবিবুর ২/৩০)।
ফল : প্রাইম দোলেশ্বর ১৩৯ রানে জয়ী।
১২ নভেম্বর দ্বিতীয় দিন দুই মিরপুরে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান-আবাহনী।
প্রথম এবং দ্বিতীয় রাউন্ডের ফিকশ্চার
তারিখ ম্যাচ ভেন্যু
১২ নভেম্বর মোহামেডান-আবাহনী শেরেবাংলা
১২ নভেম্বর প্রাইম ব্যাংক-ভিক্টোরিয়া ফতুল্লা
১২ নভেম্বর কলাবাগান ক্রিকেট একাডেমি-ব্রাদার্স ইউনিয়ন বিকেএসপি-৩
১৪ নভেম্বর গাজী ট্যাংক (লিজেন্ডস অব রূপগঞ্জ)-পারটেক্স ফতুল্লা
১৪ নভেম্বর শেখ জামাল-কলাবাগান ক্রীড়া চক্র বিকেএসপি-৩
১৪ নভেম্বর প্রাইম দোলেশ্বর-আবাহনী মিরপুর
১৫ নভেম্বর মোহামেডান-ভিক্টোরিয়া শেরেবাংলা
১৫ নভেম্বর প্রাইম ব্যাংক-ব্রাদার্স ইউনিয়ন বিকেএসপি-৩
১৫ নভেম্বর কলাবাগান ক্রিকেট একাডেমি-ওল্ড ডিওএইচএস ফতুল্লা
Discussion about this post