হার দিয়েই আচার্য্য মেমোরিয়াল ট্রফিতে যাত্রা হল বিসিবি একাদশের। কলকাতার ইডেন গার্ডেনসের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত টুর্নামেন্ট সোমবার মুম্বাইয়ের কাছে আট উইকেটে হেরেছে বাংলাদেশের এই দল।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর ক্যাম্পাস মাঠে প্রথমে ব্যাট করতে নামে বিসিবি একাদশ। তারা ৯ ওভার বাকি থাকতেই ১৩৮ রানে অলআউট হয়। মুম্বাইয়ের ইনিংসের সময় দু’বার বৃষ্টির কারণে খেলা বন্ধ হলে মুম্বাইয়ের জয়ের পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ৪৬ ওভারে ১৩০ রান। ৩২.১ ওভারে দুই উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায়।
বাংলাদেশের দলটির দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ও এনামুল হক শূন্য রানে আউট হন। এক পর্যায়ে স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ৭০ রান। সেখান থেকে ৬৪ রানের জুটি গড়েন মোহাম্মদ ইলিয়াস ও আরাফাত সানি। ৭৫ বলে ৫ চারের সাহায্যে ৪০ রান করে অপরাজিত ছিলেন ইলিয়াস। ২৪ রান করেন আরাফাত।
মঙ্গলবার কর্নাটকের সঙ্গে লড়বে বিসিবি একাদশ। ৩০ অক্টোবর নিজেদের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ বেঙ্গল।
Discussion about this post