যশোরে গোল করেও হতাশা নিয়ে ফিরতে হয়েছে তাকে। কেননা, ম্যাচটা যে ১-১ গোলে ড্র হয়েছিল। কিন্তু রাজশাহীতে হতাশ করেনি জাহিদ হাসান এমিলিকে। তার দেওয়া গোলে শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
আর তাতেই পাঁচ ম্যাচ পর আন্তর্জাতিক ম্যাচে জয় পেল বাংলাদেশ। ১৯ মাস পর জয়!
সোমবার রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দারুণ খেলেই জয় তুলে নিয়েছে ফুটবল দল। ম্যাচের ৩ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেছেন এমিলি। যা কীনা তার ১৮তম আর্ন্জাতিক গোল। অধিনায়ক মামুনুলকে বক্সের ভেতর ফেলে দেন শ্রীলঙ্কার এক ডিফেন্ডার। রেফারি মিজানুর রহমান পেনাল্টির দেন।
এরপর পেনাল্টি থেকে জাহিদ হাসান এমিলি’র গোল।
Discussion about this post