ক্রিকবিডি২৪ডটকম
ক্যারিয়ারের সপ্তম গ্র্যান্ড সø্যাম জয়ের দ্বারপ্রান্তে নোভাক জোকোভিচ। যদিও এখনো তার সামনে কঠিন এক বাধা। রোববার উইম্বলডনের ফাইনালে তার প্রতিপক্ষ ‘লোকাল হিরো’ অ্যান্ডি মারে।
দুজনই শুক্রবার শক্ত বাধা পেরিয়ে ওঠে এসেছেন টেনিসের আন অফিসিয়াল বিশ্বকাপের ফাইনালে। উইম্বলডনের সেমিফাইনালের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম লড়াই শেষে শীর্ষ বাছাই জোকোভিচ হারিয়েছেন হুয়ান মার্টিন দেল পেত্রোকে। ম্যাচটি এই সার্বিয়ান জিতেছেন ৭-৫, ৪-৬, ৭-৬, ৬-৭ ও ৬-৩ গেমে। আর্জেন্টাইন দেল পেত্রোর বিপক্ষে ৪ ঘন্টা ৪৩ মিনিটের ঘন্টার লড়াই শেষে ফাইনালের টিকিট পেয়েছেন তিনি।
অন্যদিকে ব্রিটিশ তারকা নাম্বার টু মারে সেমিতে মুখোমুখি হয়েছিলেন পোল্যান্ডের জর্জি ইয়ানোভিচের। প্রথম সেট হেরে গেলেও শেষ পর্যন্ত হাসি মুখেই লন্ডনের সেন্টার কোর্ট ছেড়েছেন মারে। ম্যাচটা তিনি জিতেছেন ৬-৭, ৬-৪, ৬-৪ ও ৬-৩ গেমে।
Discussion about this post