দুই ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স এবং জেপি ডুমিনির দুর্দান্ত ব্যাটিংয়ে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডকে অনায়াসে হারাল দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার স্বাগতিকদের প্রোটিয়ারা হারায় ৬ উইকেটে। এই জয়ে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
মঙ্গলবার মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালে টস হেরে ব্যাট করতে নামে কিউইরা। তারা ৪৫.১ ওভারে তুলে ২৩০ রান। লুক রনকি ফিরে যান ‘নার্ভাস’ ৯৯ রানে।
দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার কুইনটন ডি কক গড়েন রেকর্ড। ম্যাচে রেকর্ড ছয়টি ডিসমিসাল করেছেন এই উইকেট কিপার। পাঁচ ক্যাচ এবং এক স্টাম্পিং। ওয়ানডেতে কোনো উইকেটকিপারের এক ম্যাচে ৬ ডিসমিসালই রেকর্ড। এ রেকর্ডে নবম ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন কক। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয়। তবে ২৭ ওয়ানডেতেই ডিসমিসালের হাফসেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়েছেন কক। তার ডিসমিসালের সংখ্যা এখন ৫২। এর আগে রিডলি জ্যাকবস, জেরেইন্ট জোন্স এবং জস বাটলার ৩০ ওয়ানডেতে ৫০ ডিসমিসালের মাইলফল ছুঁয়েছিলেন।
জবাব দিতে নেমে ১১ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। তখনো হাতে ছিল ৪ উইকেট।
অধিনায়ক ডি ভিলিয়ার্স এবং ডুমিনি জুটিতেই ম্যাচ জিতে প্রোটিয়ারা। পঞ্চম উইকেটে তারা করেন ১৩৯ রান।
৮৯ রানে অপরাজিত থাকেন ডি ভিলিয়ার্স। ম্যাচসেরা তিনিই। ৫৮ রান ডুমিনির।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি হবে শুক্রবার।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ৪৫.১ ওভারে ২৩০/১০ (গাপটিল ৫, নিশাম ১৬, ব্রাউনলি ২৪, ব্রেন্ডন ১৬, লাথাম ২৯, রনকি ৯৯, বোল্ট ২১*; ইমরান ২/৩৭, ফিল্যান্ডার ২/৩৮, মরকেল ২/৩৯, ম্যাকলারেন ২/৫৯)
দক্ষিণ আফ্রিকা: ৪৮.১ ওভারে ২৩৬/৪ (আমলা ৩৮, রুসো ২৬, ডি ভিলিয়ার্স ৮৯*, ডুমিনি ৫৮*; বোল্ট ২/৪০)
ফল: ৬ উইকেটে জিতেছে দক্ষিন আফ্রিকা
ম্যাচসেরা: এবি ডি ভিলিয়ার্স।
Discussion about this post