কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে নিয়ে বন্দনার শেষ নেই। ভারতীয় এই তারকাকে নিয়ে তাইতো লেখা হয়েছে একাধিক বই। যেখানে তুলে আনা হয়েছে তার ক্যারিয়ার, ব্যাক্তিগত জীবন থেকে শুরু করে সবকিছু। এই লিজেন্ডসকে আরো ভাল করে জানতে হলে পড়তে পারেন বইগুলো।
এখানে আলোচিত কিছু বইয়ের তালিকা তুলে ধরা হল-
*শচীন: এ হান্ড্রেড হান্ড্রেস নাও। লেখক: ভি, কৃঞ্চস্বামী
* শচীন: জিনিয়াস আনপ্লাগটেড। লেখক: সুরেশ মেনন
* ‘শচীন : দ্য স্টোরি অব দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট ব্যাটসম্যান’। লেখক : গুলু এজেকিয়েল; প্রকাশক : পেঙ্গুইন গ্লোবাল।
* ‘দ্য এ টু জেড অব শচীন টেন্ডুলকার’। লেখক : গুলু এজেকিয়েল; প্রকাশক : পেঙ্গুইন গ্লোবাল।
* ‘শচীন টেন্ডুলকার-এ ডেফিনিটিভ বায়োগ্রাফি’। লেখক : ভাইভাব পুরানডারে; প্রকাশক : রলি বুকস।
* ‘শচীন টেন্ডুলকার-মাস্টারফুল’। লেখক : পিটার মারে, আশিস শুক্লা; প্রকাশক : রুপা।
* ‘ইফ ক্রিকেট ইজ অ্যা রিলিজিয়ন, শচীন ইজ গড’। লেখক : বিজয় সান্থানাম, শ্যাম বালাসুব্রামানিয়াম; প্রকাশক : হারপার কোলিনস ইন্ডিয়া।
* সাচ। লেখক: গৌতম ভট্টাচার্য্য
* শচীন টেন্ডুলকার। লেখক: অ্যান্ডি ক্রফট
* তেন্ডেলা।
* শচীন বর্ন টু ব্যাট। লেখক: খালিদ এএইচ আনসারি
Discussion about this post