ইঙ্গিতটা আগেই পাওয়া গিয়েছিল। মঙ্গলবার তার বাস্তবায়ন হল। টেস্ট ও ওয়ানডে দলের জন্য আলাদা অধিনায়ক নির্বাচন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়ানডেতে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক করা হল মাশরাফি বিন মতুর্জাকে।। তার ডেপুটি সাকিব আল হাসান। রঙীন পোশাকে নেতৃত্ব হারালেও টেস্টে আগের মতোই অধিনায়ক থাকবেন মুশফিকুর রহীম। মুশফিককে দ্বায়িত্ব থেকে সরানোর কারন ব্যখ্যা করতে গিয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, ‘মুশফিক আমাদের সেরা ব্যাটসম্যান। আমরা তার কাছ থেকে সেরাটুকুই চাই। অথচ তাকে একসঙ্গে তিন-তিনটি দায়িত্ব পালন করতে হয়। ব্যাটিং, কিপিং আর ক্যাপ্টেন্সি এই তিন দায়িত্ব সামলাতে গিয়ে তার আসল কাজটিই হয় ক্ষতিগ্রস্ত।’
বিসিবি জানিয়ে দিয়েছে অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন মাশরাফি। ঘরের মাঠে এই সিরিজে তার সহকারী থাকবেন সাকিব।
বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্বে আসাটা মাশরাফির জন্য নতুন কিছু নয়। ২০০৯ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে অধিনায়ক হয়েছিলেন মাশরাফি। তখনো তার ডেপুটি ছিলেন সাকিব। তবে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই চোট নিয়ে মাঠ ছাড়েন মাশরাফি। পরে নেতৃত্ব দেন সাকিব।
এর আগে ৭ ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। জয় ৩টিতে।
gykwdK‡K ØvwqZ¡ †_‡K miv‡bvi Kvib e¨L¨v Ki‡Z wM‡q †evW© mfvcwZ bvRgyj nvmvb cvcb Rvbv‡jb, ÔgykwdK Avgv‡`i †miv e¨vUmg¨vb| Avgiv Zvi KvQ †_‡K †mivUzKzB PvB| A_P Zv‡K GKm‡½ wZb-wZbwU `vwqZ¡ cvjb Ki‡Z nq| e¨vwUs, wKwcs Avi K¨v‡ÞwÝ GB wZb `vwqZ¡ mvgjv‡Z wM‡q Zvi Avmj KvRwUB nq ¶wZMÖ¯—|Õ
Discussion about this post