এবার কোরবানির ঈদ কাতারের দোহায় করতে হচ্ছে তামিম ইকবালকে। না, পরিবার নিয়ে ছুটি কাটাতে নয়। ঈদুল আযহার দিনে ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকতে হবে বাংলাদেশ জাতীয় দলের এই তারকাকে।
এশিয়া একাদশের হয়ে ৬ অক্টোবর অবশিষ্ট বিশ্ব একাদশের বিপক্ষে খেলবেন তিনি।
বাংলাদেশে ঈদুল আযহার দিনে কাতারের দোহায় ওয়েস্ট এন্ড ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। তাইতো সবকিছু ঠিক থাকলে এশিয়ান গেমস ক্রিকেট শেষে দক্ষিণ কোরিয়া থেকেই সরাসরি দোহা চলে যাবেন তামিম।
এই ম্যাচকে ঘিরে বসবে বর্তমান সাবেক অনেক তারকা ক্রিকেটারদের মেলা। কিংবদন্তিরা আছেন একাদশে। এর আগে লর্ডসেও এমন জমকালো ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে তামিমের।
এশিয়া একাদশের অধিনায়ক সনাৎ জয়াসুরিয়া। বিশ্ব একাদশের ব্রায়ান লারা।
আর তামিমদের কোচ গর্ডন গ্রিনিজ। যিনি একসময় বাংলাদেশ জাতীয় দলেরও কোচ ছিলেন।
দু’ দলে যারা রয়েছেন-
এশিয়া একাদশ
সনাৎ জয়াসুরিয়া (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরান নাজির, মারভান আতাপাত্তু, আকাশ চোপড়া, অ্যাঞ্জেলো পেরেরা, চামারা কাপুগেদারা, আবদুল রাজ্জাক, রশিদ লতিফ, ইয়াসির আরাফাত এবং মোহাম্মদ সামি।
কোচ: গর্ডন গ্রিনিজ।
বিশ্ব একাদশ
ব্রায়ান লারা (অধিনায়ক), ব্রেন্ডন টেলর, হার্শেল গিবস, রিকি ওয়েসেলস, ওয়াইস শাহ, ডেমিয়েন মার্টিন, রায়ান টেন ডেসকাট, শন আরভিন, সাজিদ মাহমুদ, স্যামুয়েল বদ্রি, জেসন গিলেস্পি এবং কোরি কলিমোর। কোচ: জন এমবুরি।
Discussion about this post