ওয়েস্ট ইন্ডিজ সফরটা আসলে দুঃস্বপ্নের অন্য নাম হয়েই থাকবে বাংলাদেশের। ওয়ানডের পর টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ। সঙ্গে দলের দুই বোলারের বিপক্ষে উঠল চাকিংয়ের অভিযোগ।
প্রথমে সোহাগ গাজী। এরপর আল আমিন। আম্পায়াররা বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ করার পর এবার পরীক্ষা দিয়ে আসলেন সোহাগ গাজী। ইংল্যান্ডের কার্ডিফের মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে হল এই পরীক্ষা। অফস্পিনারের কব্জি ১৫ ডিগ্রির চেয়ে কতটা বেশি ঘোরে, সেটা জানতেই পরীক্ষা এরই মধ্যে হয়ে গেল। পরীক্ষা শেষে শনিবার রাতেই দেশে ফেরার কথা সোহাগ গাজীর। জানা গেল- বোলিং অ্যাকশন পরীক্ষায় ভালোই করেছেন তিনি।
এবার পালা আল আমিনের। আগামী ১ অক্টোবর বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে যাবেন এই পেস বোলার। ৩ অক্টোবর থেকে শুরু হবে তার পরীক্ষা।
জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে এই দুই বোলারকে চাইছে ক্রিকেট বোর্ড। তার আগে অবশ্য আইসিসির ছাড়পত্র মিলতে হবে।
এর আগে অফস্পিনার নাইমুর রহমান ও বাঁহাতি স্পিনার রাজ্জাক অ্যাকশন শুধরে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন।
Discussion about this post