ওয়েস্ট ইন্ডিজের কাছে কিংসটাউন টেস্টে ১০ উইকেটে হারের দুঃখ এখনো কাটিয়ে উঠা হয়নি। এরইমধ্যে আরেক দুঃসংবাদ-পেস বোলার আল আমিনের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তুলেছেন আম্পায়াররা। ওয়ানডে সিরিজে ১০ উইকেট নিয়েছিলেন আল আমিন।
এর আগে স্পিনার সোহাগ গাজীর বোলিং অ্যাকশন নিয়েও প্রশ্ন উঠে। তাইতো সিরিজের মাঝপথে দেশে ফিরেন তিনি। এ মাসেই পরীক্ষা দিতে হচ্ছে তাকে।
অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সেলর (আইসিসি) নিয়ম অনুযায়ী ২১ দিনের মধ্যে বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে হচ্ছে ২৪ বছর বয়সী আল আমিনকেও। যদিও এই সময়টাতে খেলতে কোন সমস্যা নেই তার।
আইসিসি বুধবার জানিয়েছে, আল আমিনের বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়ারদের প্রতিবেদন মঙ্গলবার ম্যাচ শেষে বাংলাদেশ দলের ম্যানেজার হাবিবুল বাশারকে দেয়া হয়েছে।
২৪ বছর বয়সী আল আমিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে গত বছরের অক্টোবরে। ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে। এ পর্যন্ত ৪ টেস্টে নিয়েছেন ৩ উইকেট। পাশাপাশি ৯ ওয়ানডেতে ১৬ এবং সমসংখ্যক টি-টুয়েন্টিতে ১২ উইকেট নিয়েছেন এই পেসার।
গত জুন মাসে আইসিসির ক্রিকেট কমিটির সভায় চাকিংয়ের বিপক্ষে ‘যুদ্ধ’ ঘোষণা করা হয়। মাঠের আম্পায়ারদের বোলারদের সন্দেহজনক অ্যাকশন ধরতে সহায়তা করার জন্য আমদানি করা হয় বায়োমেকানিক্স।
আগামী শনিবার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সফরের শেষ টেস্ট ম্যাচটি খেলবে বাংলাদেশ।
Discussion about this post