বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে হারের সেই দুঃস্বপ্ন পেছনে ফেলে দাপটে এগিয়ে যাচ্ছে ব্রাজিল। মায়ামিতে কিছুদিন আগেই নেইমার ম্যাজিকে তারা হারিয়েছে কলম্বিয়াকে। মঙ্গলবার ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচেও ১-০ গোলে জিতেছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
যুক্তরাস্ট্রের নিউজার্সির মেট লাইফ স্টেডিয়ামে ব্রাজিলের জয়ের নায়ক উইলিয়ান। গোল না পেলেও প্রতিপক্ষের রক্ষণভাগে বারবারই আঘাত হেনেছেন নেইমার। গোলও পেয়ে যেতে পারতেন তিনি। কিন্তু একটুর জন্য আক্ষেপ থেকে গেল। ম্যাচে ২৭ মিনিটে ২৫ গজ দূর থেকে থেকে নেওয়া নেইমারের ফ্রিকিক একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়।
তবে ৩১ মিনিটে উইলিয়ানের সেই জয়সুচক গোলে অবদান আছে নেইমারেরও। এরপরই সমতা আসতে পারতো ম্যাচে। কিন্তু ইকুয়েডরের এনের ভালেন্সিয়া লক্ষ্যভেদ করতে পারলেন না।
এভাবেই নুন্যতম গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লোস দুঙ্গার ব্রাজিল। তাও মন্দ কী-জার্মানির কাছে ১-৭ গোলের যন্ত্রণাটা তো কাটিয়ে উঠার পথ তৈরি হলো।
Discussion about this post