শেষ পর্যন্ত নিষিদ্ধই হলেন সাইদ আজমল। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য পাকিস্তানের এ স্পিনারকে আন্তর্জাতিক ক্রিকেটে বল করা থেকে নিষিদ্ধ করেছে আইসিসি।
বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা মঙ্গলবার জানিয়েছে, পরীক্ষার পর আজমলের বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে। এ কারনেই সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারছেন না নাম্বারওয়ান বোলার।
এইতো গত মাসে গলে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন ম্যাচের আম্পায়ার। তারপর ব্রিসবেনে আজমলে বোলিং অ্যাকশন নিয়ে পরীক্ষা দিতে হয় তাকে। সেখানে দেখা গেছে-বল ডেলিভারি করার সময় তার কুনুই নির্ধারিত ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায়। যা নিয়ম বহির্ভুত। এর আগে তার ২০০৯ সালের এপ্রিলে তার দুসরা ডেলিভারি নিয়ে আপত্তি তুলেছিলেন আম্পায়াররা।
আম্পায়াররা কোন বোলারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করলে আইসিসির নিয়ম অনুযায়ী ২১ দিনের মধ্যে অ্যাকশনের পরীক্ষা দিতে হয়। সেটা করতে গিয়ে ফেসে গেলেন আজমল।
তবে এই শাস্তির বিরুদ্ধে আইসিসির কাছে আপিল করতে পারবেন ৩৫টি টেস্ট ও ১১১টি ওয়ানডে খেলা পাকিস্তানের এ তারকা ক্রিকেটার।
বাংলাদেশের স্পিনার সোহাগ গাজীকেও এ মাসে পরীক্ষা দিতে হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে এই স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে।
Discussion about this post