গ্রুপ পর্বে প্রথম তিন ম্যাচে তিন গোল। ফিফা কনফেডারেশন কাপে সেমিফাইনালে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের দুটি গোলেরই উত্স তার গড়া। এরপর ফাইনালে বিশ্ব এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে দুর্দান্ত আরও একটি গোল। যে ম্যাচে ব্রাজিল ৩-০ গোলে স্পেনকে হারিয়ে চতুর্থবারের মতো জেতে ফিফা কনফেডারেশন কাপ। এমন পারফরম্যান্স করা তারকাকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় না বেছে কি উপায় আছে? হ্যাঁ, ২১ বছর বয়সী তরুণ ব্রাজিলিয়ান সেনসেশন নেইমারই কনফেডারেশন কাপের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। সুবাদে জিতেছেন গোল্ডেন বল পুরস্কার। টুর্নামেন্টের দ্বিতীয় সেরা ফুটবলার হিসেবে সিলভার বল পেয়েছেন স্পেনের গেমমেকার আন্দ্রেস ইনিয়েস্তা। আর ব্রোঞ্জের বল পেয়েছেন নেইমারের সতীর্থ পাওলিনহো।
কনফেডারেশন কাপের সর্বাধিক গোলদাতা দু’জন। স্পেনের ফার্নান্দো তোরেস এবং ব্রাজিলের ফ্রেড। দু’জনই পাঁচটি করে গোল করেছেন। তবে সর্বাধিক গোলদাতার ট্রফি গোল্ডেন বুট পেয়েছেন তোরেসই। কারণ দলের চারটি গোলের উেস ছিলেন তিনি। আর ফ্রেড গোল তৈরি করেছেন একটি। টুর্নামেন্টের সেরা গোলকিপারের ট্রফি গোল্ডেন গ্লাভ পেয়েছেন ব্রাজিলের জুলিও সিজার। চ্যাম্পিয়ন হতে না পারলেও স্পেন তুলে নিয়েছে ফিফা ফেয়ার প্লে ট্রফি।
কনফেডারেশন কাপ শুরুর আগে নেইমারকে নিয়ে অনেকেরই সন্দেহ ছিল। তিনি কি পারবেন দলের সাফল্যে ভূমিকা রাখার পাশাপাশি নিজেও সেরা হতে? সেই সংশয় এখন অতীত। টুর্নামেন্টে চার গোল করা ২১ বছর বয়সী নেইমার কনফেডারেশন কাপ জিতে উচ্ছ্বসিত। খুশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হতে পেরেও। তারপরও মাটিতেই পা রাখছেন ব্রাজিলিয়ান তারকা। বলেছেন-‘কনফেডারেশন কাপ জিতেও আমরা আকাশে উড়ছি না। মাটিতেই পা রেখেছি। বিশ্বকাপের আগে একটি মিশন সফল হল। এখন আসল লড়াই বিশ্বকাপের জন্য অপেক্ষা। গোটা দলকে আরও খাটতে হবে সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিটার জন্য। এটাই কোচ সবাইকে বলে দিয়েছেন। আমরাও সেই পথেই হাঁটব।’ নেইমারের দাবি, ব্রাজিল বিশ্বকাপের আগে ঠিক পথেই চলছে। যদিও কনফেডারেশন কাপের আগে কিছু প্রীতি ম্যাচে ব্রাজিলের বাজে ফলে সমালোচনার ঢেউ উঠেছিল। কিন্তু এখন তা উড়ে গেছে।
এদিকে কনফেডারেশন কাপের ফাইনালের পর নেইমার জানিয়েছেন, বার্সেলোনায় যাওয়ার আগে তার গলায় অস্ত্রোপচার করা হবে। বলেছেন-‘গলার ব্যথায় আমি প্রায়ই ভুগি। তাই অস্ত্রোপচার করে এ যন্ত্রণা থেকে চিরমুক্তি চাচ্ছি আমি।’ তবে নিশ্চিত করেছেন তেমন কোনো গুরুতর অস্ত্রোপচার নয় এটি। উল্লেখ্য, স্বদেশি ক্লাব স্যান্টোস থেকে নেইমার যোগ দিয়েছেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায়। তাকে ৫৭ মিলিয়ন ইউরোতে কিনেছে বার্সা। আগামী ইউরোপীয় ফুটবল মৌসুমে কাতালান ক্লাবটিতে দেখা যাবে মেসি-নেইমার যুগলবন্দি।
Discussion about this post