ঢাকার বুড়িগঙ্গার তীরে ঐতিহ্যবাহী নৌকাবাইচে শনিবার দেখা গেল সাকিব আল হাসানকে। বাংলার চিরায়ত সেই আয়োজনের সঙ্গে এবার বিশ্বের সেরা অলরাউন্ডার। সাকিব বললেন-দেশের ঐতিহ্য ধরে রাখতে হবে আমাদের। ফেসবুকে নিজের অফিসিয়াল ফ্যান পেইজে তিনি আরো জানালেন-‘আমাদের কৃষ্টি আর ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা এমন আয়োজন দেখতে পেরে আমি খুবই খুশি।’ ছবিও পোস্ট করেছেন সাকিব।
এ মাসের ১৫ তারিখের পর থেকেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে সাকিবের। দেশসেরা এই ক্রিকেটারকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছে বাংলাদেশ দল। এছাড়া উপায়ও ছিলনা। লঘু পাপে গুরু দন্ড পেয়ে তিনি ছিলেন নিষিদ্ধ। যদিও পরে বোধদয় হয় বাংলাদশ ক্রিকেট বোর্ড কর্তারা। নিষেধাজ্ঞার মেয়াদ ৬ মাস থেকে কমিয়ে ৩ মাস করা হয়েছে।
যদিও বিদেশী ক্রিকেট লিগে খেলার ছাড়পত্র এখনো পাননি সাকিব। এ কারনেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ টি-টুয়েন্টিতে খেলতে পারছেন না এই অলরাউন্ডার।
Discussion about this post