সুনিল নারাইনকে টেস্ট সিরিজে মোকাবিলা করতে হচ্ছে না মুশফিকুর রহীমদের। তাকে বাইরে রেখেই শুক্রবার প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষিত হয়েছে।
এখন চ্যাম্পিয়ন্স লিগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন নারাইন। ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স লিগ টি-টুয়েন্টির বাছাই পর্ব।
ওয়েস্ট ইন্ডিজের ৭ ক্রিকেটার খেলবেন চ্যাম্পিয়ন্স লিগে। নারাইন, ব্র্যাভো, পোলার্ড, লেন্ডল সিমন্স, ডোয়াইন স্মিথ, আন্দ্রে রাসেল এবং স্যামুয়েল বদ্রি- এদের কেউই প্রথম টেস্টের দলে নেই।
৫ সেপ্টেম্বর সেন্ট ভিনসেন্টের জর্জটাউনে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে ক্যারিবিয় দলের নেতৃত্ব দেবেন দিনেশ রামদিন। সব মিলিয়ে টেস্ট সিরিজে কিছু একটা করে দেখানোর সুযোগ থাকছে বাংলাদেশের। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল দল।
ওয়েস্ট ইন্ডিজ দল-
দিনেশ রামদিন (অধিনায়ক, উইকেটরক্ষক), ক্রিস গেইল, ক্রেইগ ব্রেথওয়েইট, কার্ক এডওয়ার্ডস, ড্যারেন ব্র্যাভো, শিবনারায়ন চন্দরপল, জার্মেইন ব্ল্যাকউড, কেমার রোচ, জেরোম টেইলর, জেসন হোল্ডার, শ্যানন গ্যাব্রিয়েল, সুলিমান বেন এবং শেন শিলিংফোর্ড।
Discussion about this post