শৃংখলা ভাঙ্গার কারন দেখিয়ে তাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুরে রেখেছেন ক্রিকেট কর্তারা। ৬ মাসের জন্য নিষিদ্ধ সেই ক্রিকেটারটিই আরো একবার বাংলাদেশকে নিয়ে গেলেন শীর্ষে। আইসিসি টেস্ট র্যাঙ্কিয়ে নাম্বারওয়ান হলেন সাকিব আল হাসান।
গত বছরের ডিসেম্বরের পর টেস্ট এক নম্বর হলেন এই অলরাউন্ডার। ২০১১ সালে ডিসেম্বরে প্রথমবারের মতো এক নম্বরে উঠে এসেছিলেন সাকিব।
টেস্টে তাকে সর্বশেষ দেখা গেছে গত ফেব্র“য়ারিতে। এরপর অবশ্য বাংলাদেশও টেস্ট খেলেনি। শ্রীলঙ্কার বিপক্ষে সেই লড়াইয়ে বেশ ভালই খেলেছিলেন তিনি।। তখন থেকেই বেশ কিছুদিন টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে দুই নম্বরে ছিলেন সাকিব।
এইতো গত ১১ আগস্ট নেমে যান এক ধাপ। সপ্তাহ ঘুরতেই আবারো শীর্ষে উঠে এলেন সাকিব। ভারতের রবিচন্দন অশ্বিনের সাম্প্রতিক বাজে নৈপুন্যই শীর্ষে নিয়ে এল বাংলাদেশের অলরাউন্ডারকে।
সাকিবের রেটিং ৩৬৪। অশ্বিন নেমে গেছেন, তার রেটিং ৩৫৭। ভারনন ফিল্যান্ডারের রেটিং ৩৪৮, দক্ষিণ আফ্রিকান এই অলরাউন্ডার আছেন তিন নম্বরে।
Discussion about this post