সাফল্য-ব্যর্থতা দুই অভিজ্ঞতাই হয়েছে ওয়েস্ট ইন্ডিজে। স্মরনীয় হয়ে আছে ২০০৯ সালের সফর। সেবার স্বপ্ন যেন হাতের মুঠোয় ধরা দিয়েছিল। দেশের বাইরে প্রথম টেস্ট এবং ওয়ানডে সিরিজ জিতেছিল দল। বাংলাদেশের সিরিজ বিজয়ের মিশন সেখান থেকেই শুরু ক্যারিবিয় দ্বীপ দেশ থেকেই। যদিও ওয়েস্ট ইন্ডিজ সেবার ভাঙ্গাচোর দল নিয়ে খেলতে নেমেছিল।
সেই সাফল্যের স্মৃতি সঙ্গে করে বুধবার রাতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দ্যেশ্যে দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। এরইমধ্যে গ্রেনাডায় পৌঁছেছেন মুশফিকুর রহীম।। সময়টা ভাল যাচ্ছে না মুশফিকদের। হারের বৃত্তে যখন বন্ধী দল তখন পুর্নাঙ্গ একটা সিরিজ।
তারপরও আত্মবিশ্বাসের কোন কমতি নেই মুশফিকুর রহীমের। বাংলাদেশ অধিনায়ক বলছিলেন, ‘সফরে প্রতিযোগিতামুলক ক্রিকেট খেলতে চাই। আর সেটা করতে পারলে জেতাটাও অসম্ভব কিছু নয়।’
সফরে ২০ আগষ্ট শুরু হবে মুল লড়াই। সেদিন সিরিজের প্রথম ও ওয়ানডে’তে লড়বে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ২২ অগাস্ট দ্বিতীয় ওয়ানডে। ২৫ আগস্ট তৃতীয় ও শেষ ওয়ানডে।
দুই টেস্ট সিরিজের প্রথমটি ৫ সেপ্টেম্বর শুরু, সেন্ট ভিনসেন্টে। শেষ টেস্ট শুরু ১৩ সেপ্টেম্বর।
সিরিজের সূচি-
১৭ আগষ্ট, ওয়ানডে প্রস্তুতি ম্যাচ, গ্রেনাডা
২০ আগষ্ট, প্রথম ওয়ানডে, গ্রেনাডা
২২ আগষ্ট, দ্বিতীয় ওয়ানডে, গ্রেনাডা
২৫ আগষ্ট, তৃতীয় ওয়ানডে, সেন্ট কিটস
২৭ আগষ্ট, একমাত্র টি-টুয়েন্টি, সেন্ট কিটস
৩০ আগষ্ট-১ সেপ্টেম্বর, তিন দিনের ম্যাচ, সেন্ট কিটসে
৫-৯ সেপ্টেম্বর, প্রথম টেস্ট, সেন্ট ভিনসেন্ট
১৩-১৭ সেপ্টেম্বর, দ্বিতীয় টেস্ট, সেন্ট লুসিয়া
Discussion about this post