প্রিমিয়ার ক্রিকেট লিগের দলবদলের প্রথম দিনে রোববার বড় চমকের নাম মুশফিকুর রহীম। বলা হচ্ছিল ৫০ লাখ টাকায় তিনি নাম লিখিয়েছেন প্রাইম দোলেশ্বরে। যদিও জাতীয় দলের অধিনায়ক জানালেন টাকার অংকটা ঠিক নয়। তবে সেটা যে ৪০ লাখের আশেপাশে আছে-তা নিয়ে কারোর সন্দেহ নেই।
আগের দিন শোনা গিয়েছিল নাসির হোসেন কলাবাগান ক্রিকেট একাডেমিতে খেলবেন। কিন্তু সেই গুঞ্জন সত্য হয়নি। অগ্রীম টাকা নিয়ে জাতীয় দলের এই ক্রিকেটার নাম লেখালেন আবাহনী লিমিটেডে।
এদিকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আরেক দল মোহামেডানে যোগ দিলেন মাশরাফি বিন মর্তুজা। সেখানে তার সঙ্গী নাঈম ইসলাম। কলাবাগান থেকে এক মৌসুম পর ফিরলেন এই অলরাউন্ডার। প্রথমবারের মতো মোহামেডানে খেলতে এসেছেন উইকেটকিপার মোহাম্মদ মিঠুন।
প্রাইম ব্যাংকে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে নাম লেখালেন অলরাউন্ডার ফরহাদ রেজা ও পেসার তাসকিন আহমেদ। সোমবারও পুলের ক্রিকেটাররা দলবদল করবেন।
দ্বিতীয় ধাপে দলবদল হবে ২৭ ও ২৮ আগস্ট।
১২টি দল নিয়ে অনুষ্ঠিত হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। দলগুলো হল- গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স, আবাহনী, মোহামেডান, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, প্রাইম দোলেশ্বর, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, কলাবাগান ক্রিকেট একাডেমি, কলাবাগান স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন। প্রথম বিভাগ ক্রিকেট থেকে এবার ২টি দল প্রিমিয়ার ক্রিকেট লিগে উঠেছে। দল দুটি হচ্ছে ওল্ডডিওএইচএস এবং পারটেক্স।
প্রথম দিনে যারা দলবদল করলেন-
আবাহনী: নাসির হোসেন
মোহামেডান: মাশরাফি বিন মর্তুজা, নাঈম ইসলাম ও মো. মিঠুন।
প্রাইম দোলেশ্বর: মুশফিকুর রহিম, শফিউল ইসলাম।
প্রাইম ব্যাংক: মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা।
Discussion about this post