ব্যাট হাতে আরো একবার প্রতিরোধের প্রাচীর তুলে দাড়ালেন কুমার সাঙ্গাকারা। তুলে নিলেন দারুণ এক সেঞ্চুরি। সঙ্গে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা মাহেলা জয়াবর্ধানেও খেলে যাচ্ছেন দাপটে। তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি।
তাতেই গল টেস্টে পাকিস্তানের বড় সংগ্রহের লাসসই জবাব দিচ্ছে শ্রীলঙ্কা। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিন শেষে শুক্রবার স্বাগতিকদের ১ম ইনিংসে সংগ্রহ ২ উইকেটে ২৫২ রান।
তবে এখনো পাকিস্তানের ১৯৯ রানে পিছিয়ে আছে দলটি।
উইকেটে সাঙ্গাকারা আছেন ১০২ রানে। এটি টেস্টে তার ৩৭তম সেঞ্চুরি। তাতেই তিনি পেছনে ফেললেন রাহুল দ্রাবিড়কে। ৩৬ সেঞ্চুরি ভারতীয় সেই কিংবদন্তির।
সাঙ্গাকারার চেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি রয়েছে শচীন টেন্ডুলকার (৫১), জ্যাক ক্যালিস (৪৫) এবং রিকি পন্টিংয়ের (৪১)।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ১ম ইনিংসে ৪৫১/১০ (ইউনুস ১৭৭, শফিক ৭৫, সরফরাজ ৫৫, রেহমান ৫০; পেরেরা ৫/১৩৭, হেরাথ ৩/১১৬)
শ্রীলঙ্কা: ১ম ইনিংসে ২৫২/২ (থারাঙ্গা ১৯, সিলভা ৬৪, সাঙ্গাকারা ১০২*, জয়াবর্ধনে ৫৫*; তালহা ১/৪৫, জুনায়েদ ১/৭১)
################################
পাকিস্তানের ৪৫১, লড়ছে শ্রীলঙ্কাও
গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন প্রথম ইনিংসে পাকিস্তান ৪৫১ রানের বড় ইনিংস গড়েছে। গত আট বছরে টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংসে এটি দ্বিতীয় সর্বোচ্চ স্কোর তাদের। ইউনুস খানের করেছেন ১৭৭ রান।
জবাব দিচ্ছে শ্রীলঙ্কাও। বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৯৯ রান স্বাগতিকদের। ক্রিজে কুমার সাঙ্গাকারা ৩৬ এবং কুশল পেরেরা ৩৮ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ১ম ইনিংসে ৪৫১/১০ (মনজুর ৩, শেহজাদ ৪, আজহার ৩০, ইউনুস ১৭৭, মিসবাহ ৩১, শফিক ৭৫, সরফরাজ ৫৫, রেহমান ৫০, আজমল ১২, তালহা ৯*, জুনাইদ ০; পেরেরা ৫/১৩৭, হেরাথ ৩/১১৬, প্রসাদ ২/৮১)।
শ্রীলঙ্কা: ১ম ইনিংসে ৯৯/১ (থারাঙ্গা ১৯, কৌশল ৩৮* ও সাঙ্গাকারা ৩৬*; জুনাইদ ১/৩৮)
########################################
ইউনুসের সেঞ্চুরিতে রক্ষা পাকিস্তানের
একেই বলে ত্রানকর্তা। আরো একবার দলের বিপর্যয়ে একাই হাল ধরলেন ইউনুস খান। তাইতো শুরুতে ধাক্কা খেলেও ঘুরে দাড়াল পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের প্রথম দিন শেষে বুধবার পাকিস্তানের ১ম ইনিংসে রান ৪ উইকেটে ২৬১। ইউনুস খান ১৩৩ রানে অপরাজিত রয়েছেন। সঙ্গে আছেন আসাদ শফিক, ৫৫ রানে।
মাহেলা জয়াবর্ধনের ক্যারিয়ারের শেষ টেস্ট এটি।
সেই টেস্টটা নিজের করে নিচ্ছেন ইউনুস। পাকিস্তানের এই ব্যাটসম্যান তুলে নিলেন ২৪তম সেঞ্চুরি। তাতেই পেছনে ফেলেন জাভেদ মিয়াদাদকে (২৩)।
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। তবে শুরুতেই উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। যদিও দিনশেষে সফরকারীদের মুখে হাসি।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ১ম ইনিংসে ২৬১/৪ (মনজুর ৩, শেহজাদ ৪, আজহার ৩০, ইউনুস ১৩৩*, মিসবাহ ৩১, শফিক ৫৫*; প্রসাদ ২/৫৪, হেরাথ ২/৬৮)
Discussion about this post