প্রথম ম্যাচে জার্মানির কাছে ০-৪ গোল বিধ্বস্ত হয়েছিল পর্তুগাল। দ্বিতীয় ম্যাচেও হারের সেই বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। রোববার গ্রুপ জি-এর ম্যাচে তাদের আটকে দিল যুক্তরাস্ট্র। অবশ্য ম্যাচটা হারতেই যাচ্ছিল পর্তুগীজরা। শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপে টিকে থাকল ইউরোপের এই দেশটি। ২-২ গোলে ড্র করে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা টিকিয়ে রাখল দুই দেশই।
মানাউসে অনুষ্ঠিত এই ম্যাচে পর্তুগালের পক্ষে গোল দুটি করেন ন্যানি এবং সিলভেস্টার ভ্যারেলা। যুক্তরাস্ট্রের পক্ষে গোল করেন ক্লিন্ট ড্যাম্পসি এবং জার্মেইন জোনস।
জি গ্রুপে ২ ম্যাচ শেষে চার পয়েন্ট করে নিয়ে প্রথম দুটি স্থানে আছে যুক্তরাষ্ট্র এবং জার্মানি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৬ জুন লড়বে তারা। একই সময়ে অন্য ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল ও ঘানা। দু’দলেরই পয়েন্ট ১।
এদিকে দিনের আরেক ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৪-২ গোলে হারিয়েছে আলজেরিয়া। পোর্তো অ্যালেগ্রেতে গ্রুপ এইচের ম্যাচে দলটির হয়ে গোল করেন ইসলাম স্লিমানি, রফিক হালিচে, আবদেলমোমে দিজাবু এবং ইয়েসিন ব্রাহিমি। ১৯৮২ সালের বিশ্বকাপে এটিই আলজেরিয়ার প্রথম জয়। সেবার তারা হারিয়েছিল চিলিকে।
এই জয় দ্বিতীয় রাউন্ডে উঠার পথ তৈরি করে দিয়েছে আফ্রিকার দেশটির। দুই ম্যাচে ৩ পয়েন্ট আলজেরিয়ার। দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে রাশিয়ার বিপক্ষে শেষ ম্যাচে চাই ১ পয়েন্ট।
এদিকে এই গ্রুপ থেকে পরের রাউন্ডে উঠে গেছে বেলজিয়াম। রোববারের আরেক ম্যাচে রাশিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতেছে তারা।
Discussion about this post