মনে হচ্ছিল ড্র’ই হতে যাচ্ছে ম্যাচ। ৯০ মিনিট গোলশুন্য। কি কে জানতো ইনজুরি সময়েই ঘটতে যাচ্ছে সেরা চমক? ২৫ গজ দূর থেকে লিওনেল মেসি নিলেন তার সেই ট্রেডমার্ক শট। ইরানের গোলকিপার আলিরেজা হাঘিঘি শুধু তাকিয়ে দেখলেন বল চলে যাচ্ছে তার জালে (১-০)। জাতীয় দলের জার্সিতে শেষ ৭ ম্যাচে এটি মেসির অষ্টম গোল।
শনিবার বেলো হরিজোন্তের মাঠে ইনজুরি সময়ে অধিনায়কের দেওয়া গোলে ৩ পয়েন্ট পেল আর্জেন্টিনা। তাতেই ‘এফ’ গ্র“প থেকে আর্জেন্টিনাকে উঠে গেল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে। প্রথম ম্যাচে তারা ২-১ গোলে হারিয়েছিল বসনিয়া-হার্জেগোভিনাকে।
প্রথমার্ধে আর্জেন্টাইন ফুটবলারদের পায়ে বল থাকল ৮৩.৩ ভাগ সময়। কিন্তু গোলের পেলেন না। ইরানের গোলকিপারসহ ১০ ফুটবলারই রক্ষণভাগ সামাল দিয়ে গেছেন। কিন্তু ৯০ মিনিটে আর পারল না এশিয়ার দেশটি।
ব্রাজিল বিশ্বকাপে প্রথম ম্যাচে নাইজেরিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ইরান। দ্বিতীয় রাউন্ডে উঠা কঠিন হয়ে গেলে ইরানের। ২৫ জুন তাদের প্রতিপক্ষ বসনিয়া। একই দিন আর্জেন্টিনা লড়বে নাইজেরিয়ার সঙ্গে।
Discussion about this post