একেই বলে মধুর প্রতিশোধ! এই গত বিশ্বকাপে তাদের কাছে হেরেই ট্রফি হাত ফস্কে গিয়েছিল। এবার প্রথম ম্যাচেই তাদের পেয়ে ‘ছেলেখেলা’ করল নেদারল্যান্ডস। বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে ৫-১ গোলে উড়িয়ে দিল তারা। জোড়া গোল পেলেন অধিনায়ক রোবিন ফন পার্সি এবং আরিয়ান রোবেন।অন্য গোলটি করেন স্টেফান ডা ভ্রেই।
অবশ্য দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেও প্রথম ম্যাচে হেরেছিল
আরেনা ফন্তে নোভায় বি গ্রুপের ম্যাচে ২৭তম মিনিটে জাভি অ্যালানসোর পেনাল্টি গোলে এগিয়ে যায় স্পেন। কিন্তু ৪৪ মিনিটে ডাচরা সমতা ফেরায় ফন পার্সির গোলে। দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন তিনি।
৫৩ মিনিটেই ডাচদের এগিয়ে দেন রবেন। ৬০ মিনিটে আরো এগিয়ে যেতে পারত নেদারল্যান্ডস। কিন্তু ফন পার্সির জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে। ৪ মিনিট পরই ব্যবধান বাড়ান ডা ভ্রেই (৩-১)। এটি তার প্রথম আন্তর্জাতিক গোল।
৭২ মিনিটে ফের পার্সি ম্যাজিক। স্পেন অধিনায়ক ইকার কাসিয়াসের ভুলের সুযোগটা কাজে লাগান তিনি। ৮০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি পেয়ে যান রবেন (৫-১)।
এমন বাজেভাবে অনেক দিন পর হারল স্প্যানিশরা। ১৯৬৩ সালের জুনে স্কটল্যান্ডের কাছে ৬-২ গোলে হারের এই প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচে ৫ গোল হজম করল তারা।
Discussion about this post