বিশ্বকাপ ফুটবলের ডামাডোলের মাঝে শুক্রবার সকালে ঢাকায় এসেছে ভারতীয় ক্রিকেট দল। সুরেশ রায়নার নেতৃত্বে সকাল সোয়া নয়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে দলটি।
রাজধানীর বিলাসবহুল প্যান প্যাসিফিক সোঁনারগাও হোটেলে উঠেছেন রায়নারা।
আগামী ১৫, ১৭ ও ১৯ জুন তিনটি দিবা-রাত্রির ম্যাচে মুশফিকুর রহীমের বাংলাদেশ দলের মুখোমুখি হবে ভারত। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।
দীর্ঘ ৭ বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলাতে ঢাকায় ভারতীয় দল। যদিও সিরিজে নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিসহ বেশ কয়েকজন সিনিয়রকে বিশ্রামে রেখেছে তারা।
ভারতীয় দল
সুরেশ রায়না (অধিনায়ক), কেদার যাদব, পারভেজ রসুল, চেতেশ্বর পুজারা, অম্বাতি রাইডু, মোহিত শর্মা, রবিন উথাপ্পা, উমেশ যাদব, ঋদ্ধিমান সাহা, স্টুয়ার্ট বিনি, অমিত মিশ্র, অক্ষর প্যাটেল, আজিঙ্কা রাহানে, মনোজ তিওয়ারি এবং বিনয় কুমার।
Discussion about this post