বৃহস্পতিবার শুরু হল গ্রেটেস্ট শো অন আর্থ। বাজল বিশ্বকাপ ফুটবলের বাঁশি। ৩২ দেশের বিশ্বসেরার লড়াই।
বাংলাদেশ সময় রাত ২টায় ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ দিয়ে শুরু হয় ৩২ দিনের এই রোমাঞ্চ।
তার আগে অনুষ্ঠিত হয় ২৫ মিনিটের মনমুগ্ধকর উদ্বোধনী অনুষ্ঠান। পারফর্ম করেন ছয়শ’র বেশি শিল্পী। জেনিফার লোপেজ থাকেন সাও পাওলোর রঙিন রাতে। আমেরিকান রেপার পিটবুল আর ক্লদিয়া লেইতের সঙ্গে গলা মিলিয়ে গাইলেন ‘উই আর ওয়ান ওলে ওলা…।’ অনুষ্ঠানে ছিল আধুনিক বিজ্ঞানের চমক জাগানো উদ্ভাবন, মনোমুগ্ধকর নাচ, ব্রাজিলের সবুজ সৌন্দর্য। সঙ্গে অবশ্যই ফুটবলের ছোঁয়া!
তারপরই শুরু মাঠের লড়াই।
৬ষ্ঠবারের মতো বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে নামছে ব্রাজিল। প্রস্তুত দলের সেরা তারকা নেইমার। রের মাঠে ১৯৫০ সালের বিশ্বকাপে উরুগুয়ের কাছে হেরে বিশ্বকাপ জিততে না পারার দুঃখ এবার ভুলতে চায় ব্রাজিল! সহজ হিসেবেই উদ্বোধনী ম্যাচে ফেভারিট স্বাগতিকরা। তবে ক্রোয়াটরাও চ্যালেঞ্জ জানাতে তৈরি!
১৩ জুলাই হবে ফাইনাল। জানা যাবে কারা আগামী ৪ বছরের জন্য বিশ্বসেরা!
ফিক্সচার
গ্রুপ ‘এ’ : ব্রাজিল, ক্রোয়েশিয়া, মেক্সিকো ও ক্যামেরুন।
গ্রুপ ‘বি’ : স্পেন, নেদারল্যান্ডস, চিলি ও অস্ট্রেলিয়া।
গ্রুপ ‘সি’ : কলম্বিয়া, গ্রিস, আইভরি কোস্ট ও জাপান।
গ্রুপ ‘ডি’ : উরুগুয়ে, কোস্টারিকা, ইংল্যান্ড ও ইতালি।
গ্রুপ ‘ই’ : সুইজারল্যান্ড, ইকুয়েডর, ফ্রান্স ও হন্ডুরাস।
গ্রুপ ‘এফ’ : আর্জেন্টিনা, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ইরান ও নাইজেরিয়া।
গ্রুপ ‘জি’ : জার্মানি, পর্তুগাল, ঘানা ও যুক্তরাষ্ট্র।
গ্রুপ ‘এইচ’ : বেলজিয়াম, আলজেরিয়া, রাশিয়া ও দণি কোরিয়া।
ম্যাচ :
(১) ১২ জুন, ব্রাজিল-ক্রোয়েশিয়া, রাত ২টা, অ্যারেনা করিন্থিয়ান্স
(২) ১৩ জুন, মেক্সিকো-ক্যামেরুন, রাত ১০টা, এস্তাদিও দাস দুনাস
(৩) ১৩ জুন, স্পেন-নেদারল্যান্ডস, রাত ১টা, অ্যারেনা ফন্তে নোভা
(৪) ১৩ জুন, চিলি-অস্ট্রেলিয়া, রাত ৪টা, অ্যারেনা প্যান্তেনাল
(৫) ১৪ জুন, কলম্বিয়া-গ্রিস, রাত ১০টা, এস্তাদিও মিনেইরো
(৬) ১৪ জুন, উরুগুয়ে-কোস্টারিকা, রাত ১টা, এস্তাদিও ক্যাস্তেলাও
(৭) ১৪ জুন, ইংল্যান্ড-ইতালি, রাত ৪টা, অ্যারেনা অ্যামাজোনিয়া
(৮) ১৪ জুন, আইভরি কোস্ট-জাপান, সকাল ৭টা, অ্যারেনা পারনামবুচো
(৯) ১৫ জুন, সুইজারল্যান্ড-ইকুয়েডর, রাত ১০টা, ন্যাসিওনাল
(১০) ১৫ জুন, ফ্রান্স-হন্ডুরাস, রাত ১টা, এস্তাদিও বেইরা-রিও
(১১) ১৫ জুন, আর্জেন্টিনা-বসনিয়া অ্যান্ড হারজেগোভিনা, রাত ৪টা, এস্তাদিও দো মারাকানা
(১২) ১৬ জুন, জার্মানি-পর্তুগাল, রাত ১০টা, অ্যারেনা ফন্তে নোভা
(১৩) ১৬ জুন, ইরান-নাইজেরিয়া, রাত ১টা, অ্যারেনা দা বাইজাদা
(১৪) ১৬ জুন, ঘানা-যুক্তরাষ্ট্র, রাত ৪টা, এস্তাদিও দাস দুনাস
(১৫) ১৭ জুন, বেলজিয়াম-আলজেরিয়া, রাত ১০টা, এস্তাদিও মিনেইরো
(১৬) ১৭ জুন, ব্রাজিল-মেক্সিকো, রাত ১টা, এস্তাদিও ক্যাস্তেলাও
(১৭) ১৭ জুন, রাশিয়া-দণি কোরিয়া, রাত ৪টা, অ্যারেনা প্যান্তেনাল
(১৮) ১৮ জুন, অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস, রাত ১০টা, এস্তাদিও বেইরা-রিও
(১৯) ১৮ জুন, স্পেন-চিলি, রাত ১টা, এস্তাদিও দো মারাকানা
(২০) ১৮ জুন, ক্যামেরুন-ক্রোয়েশিয়া, রাত ৪টা, অ্যারেনা অ্যামাজোনিয়া
(২১) ১৯ জুন, কলম্বিয়া-আইভরি কোস্ট, রাত ১০টা, ন্যাসিওনাল
(২২) ১৯ জুন, উরুগুয়ে-ইংল্যান্ড, রাত ১টা, অ্যারেনা করিন্থিয়ান্স
(২৩) ১৯ জুন, জাপান-গ্রিস, রাত ৪টা, এস্তাদিও দাস দুনাস
(২৪) ২০ জুন, ইতালি-কোস্টারিকা, রাত ১০টা, অ্যারেনা পারনামবুচো
(২৫) ২০ জুন, সুইজারল্যান্ড-ফ্রান্স, রাত ১টা, অ্যারেনা ফন্তে নোভা
(২৬) ২০ জুন, হন্ডুরাস-ইকুয়েডর, রাত ৪টা, অ্যারেনা দা বাইজাদা
(২৭) ২১ জুন, আর্জেন্টিনা-ইরান, রাত ১০টা, এস্তাদিও মিনেইরো
(২৮) ২১ জুন, জার্মানি-ঘানা, রাত ১টা, এস্তাদিও ক্যাস্তেলাও
(২৯) ২১ জুন, নাইজেরিয়া-বসনিয়া হারজেগোভিনা, রাত ৪টা, অ্যারেনা প্যান্তেনাল
(৩০) ২২ জুন, বেলজিয়াম-রাশিয়া, রাত ১০টা, এস্তাদিও দো মারাকানা
(৩১) ২২ জুন, দণি কোরিয়া-আলজেরিয়া, রাত ১টা, এস্তাদিও বেইরা-রিও
(৩২) ২২ জুন, যুক্তরাষ্ট্র-পর্তুগাল, রাত ৪টা, অ্যারেনা অ্যামাজোনিয়া
(৩৩) ২৩ জুন, অস্ট্রেলিয়া-স্পেন, রাত ১০টা, অ্যারেনা দা বাইজাদা
(৩৪) ২৩ জুন, নেদারল্যান্ডস-চিলি, রাত ১০টা, অ্যারেনা করিস্থিয়ান্স
(৩৫) ২৩ জুন, ক্রোয়েশিয়া-মেক্সিকো, রাত ২টা, অ্যারেনা পারনামবুচো
(৩৬) ২৩ জুন, ক্যামেরুন-ব্রাজিল, রাত ২টা, ন্যাসিওনাল
(৩৭) ২৪ জুন, ইতালি-উরুগুয়ে, রাত ১০টা, এস্তাদিও দাস দুনাস
(৩৮) ২৪ জুন, কোস্টারিকা-ইংল্যান্ড, রাত ১০টা, এস্তাদিও মিনেইরো
(৩৯) ২৪ জুন, জাপান-কলম্বিয়া, রাত ২টা, অ্যারেনা প্যান্তেনাল
(৪০) ২৪ জুন, গ্রিস-আইভরি কোস্ট, রাত ২টা, এস্তাদিও ক্যাস্তেলাও
(৪১) ২৫ জুন, নাইজেরিয়া-আর্জেন্টিনা, রাত ১০টা, এস্তাদিও বেইরা-রিও
(৪২) ২৫ জুন, বসনিয়া হারজেগোভিনা-ইরান, রাত ১০টা, অ্যারেনা ফন্তে নোভা
(৪৩) ২৫ জুন, হন্ডুরাস-সুইজারল্যান্ড, রাত ২টা, অ্যারেনা অ্যামাজোনিয়া
(৪৪) ২৫ জুন, ইকুয়েডর-ফ্রান্স, রাত ২টা, এস্তাদিও দো মারাকানা
(৪৫) ২৬ জুন, যুক্তরাষ্ট্র-জার্মানি, রাত ১০টা, অ্যারেনা পারনামবুচো
(৪৬) ২৬ জুন, পর্তুগাল-ঘানা, রাত ১০টা, ন্যাসিওনাল
(৪৭) ২৬ জুন, দণি কোরিয়া-বেলজিয়াম, রাত ২টা, অ্যারেনা করিন্থিয়ান্স
(৪৮) ২৬ জুন, আলজেরিয়া-রাশিয়া, রাত ২টা, অ্যারেনা দা বাইজাদা
দ্বিতীয় রাউন্ড (শেষ ১৬) :
(৪৯) ২৮ জুন, উইনার গ্রুপ এ-রানারআপ গ্রুপ বি, রাত ১০টা, এস্তাদিও মিনেইরো
(৫০) ২৮ জুন, উইনার গ্রুপ সি-রানারআপ গ্রুপ ডি, রাত ২টা, এস্তাদিও দো মারাকানা
(৫১) ২৯ জুন, উইনার গ্রুপ বি-রানারআপ গ্রুপ এ, রাত ১০টা, এস্তাদিও ক্যাস্তেলাও
(৫২) ২৯ জুন, উইনার গ্রুপ ডি-রানারআপ গ্রুপ সি, রাত ২টা, অ্যারেনা পারনামবুচো
(৫৩) ৩০ জুন, উইনার গ্রুপ ই-রানারআপ গ্রুপ এফ, রাত ১০টা, ন্যাসিওনাল
(৫৪) ৩০ জুন, উইনার গ্রুপ জি-রানারআপ গ্রুপ এইচ, রাত ২টা, এস্তাদিও বেইরা-রিও
(৫৫) ১ জুলাই, উইনার গ্রুপ এফ-রানারআপ গ্রুপ ই, রাত ১০টা, অ্যারেনা করিস্থিয়ান্স
(৫৬) ১ জুলাই, উইনার গ্রুপ এইচ-রানারআপ গ্রুপ জি, রাত ২টা, অ্যারেনা ফন্তে নোভা
কোয়ার্টার ফাইনাল :
(৫৭) ৪ জুলাই, ম্যাচ উইনার ৫৩-ম্যাচ উইনার ৫৪, রাত ১০টা, এস্তাদিও ডো মারকানা
(৫৮) ৪ জুলাই, ম্যাচ উইনার ৪৯-ম্যাচ উইনার ৫০, রাত ২টা, এস্তাদিও ক্যাস্তেলাও
(৫৯) ৫ জুলাই, ম্যাচ উইনার ৫৫-ম্যাচ উইনার ৫৬, রাত ১০টা, ন্যাসিওনাল
(৬০) ৫ জুলাই, ম্যাচ উইনার ৫১-ম্যাচ উইনার ৫২, রাত ২টা, অ্যারেনা ফন্তে নোভা
সেমিফাইনাল :
(৬১) ৮ জুলাই, ম্যাচ উইনার ৫৭-ম্যাচ উইনার ৫৮, রাত ২টা, এস্তাদিও মিনেইরো
(৬২) ৯ জুলাই, ম্যাচ উইনার ৫৯-ম্যাচ উইনার ৬০, রাত ২টা, অ্যারেনা করিন্থিয়ান্স
তৃতীয় স্থান নির্ধারণী :
(৬৩) ১২ জুলাই, ৬১ ম্যাচে হেরে যাওয়া দল-৬২ ম্যাচে হেরে যাওয়া দল, রাত ২টা, ন্যাসিওনাল
ফাইনাল :
(৬৪) ১৩ জুলাই, ম্যাচ উইনার ৬১-ম্যাচ উইনার ৬২, রাত ১টা, এস্তাদিও দো মারাকানা
Discussion about this post