হারের শঙ্কা নিয়ে চতুর্থ ও শেষদিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ এ’ দল। কিন্তু এবার সম্মান বাঁচালেন ইমরুল কায়েস। তার সেঞ্চুরিতে হার এড়াল দল। বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স সেন্টারের বিপক্ষে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ ড্র করল সফরকারীরা।
অবশ্য সিরিজ (১-০) ঠিকই জিতে নিল স্বাগতিক দল। প্রথম ম্যাচে ৩৫১ রানে হেরেছিল এ’ দল।
বৃহস্পতিবার ব্রিজটাউনের কেনসিংটন ওভালে জয়ের জন্য শেষ দিন ৪৫৮ রান প্রয়োজন ছিল নাসির হোসেনের দলের।
জয়ের জন্য নয়, ড্রয়ের লক্ষ্যে খেলে সফল তারা।
ইমরুল করেন ২৪৭ বলে ১১২ রান। শুভাগত হোম করেন ৩৯ রান। সঙ্গে দৃঢ়তা দেখিয়েছেন নীচের সারীর ব্যাটসম্যানরা। সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪২ রান করে এ’ দল।
ম্যাচসেরা স্বাগতিক দলের জেরমেইন ব্লেকউড।
######################
ফের হারের শঙ্কায় এ’ দল
এবারো যেন প্রথম ম্যাচেরই পুনরাবৃত্তি হতে যাচ্ছে! ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স সেন্টারের বিপক্ষে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচেও হারের পথে বাংলাদেশ এ’ দল!
জিততে শেষ দিনে চাই ৪৫৮ রান। হাতে আছে ৭ উইকেট। ম্যাচটা যে স্বাগতিকরা হারছে না সেটা নিশ্চিত।
বুধবার বার্বাডোজে ৪৯০ রানের লক্ষ্য সামনে রেখে খেলতে নেমে তৃতীয় দিন শেষে ২য় ইনিংসে ৩২ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে নাসির হোসেনের দল।
ইমরুল কায়েস ১৪ ও মুমিনুল হক শুন্য রানে উইকেটে আছেন।
এর আগে হাই পারফরম্যান্স সেন্টার ৫ উইকেটে ৩৫৪ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে তারা করেছিল ৩৫৪।
সফরে ১ম চার দিনের ম্যাচ ৩৫১ রানে হেরেছিল বাংলাদেশ এ’ দল।
Discussion about this post