সময়টা ভালো যাচ্ছে না তার। ব্যর্থতার বৃত্তে বন্ধী। সর্বশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপেও তেমনভাবে খুঁজে পাওয়া যায়নি তামিম ইকবালকে। ৯ ম্যাচ খেলে করেছেন মাত্র ১৫৮ রান। সামনেই নতুন মিশন। ১৩ জুন বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। মুশফিকুর রহীমদের সঙ্গে খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
এই লড়াইয়ে ছন্দে ফিরতে প্রস্তুত তামিম। তার আগে ছন্দে ফিরতে কঠোর পরিশ্রম শুরু করলেন এই ওপেনার। সোমবার মিরপুল স্টেডিয়ামে অনুশীলন শেষে তামিম বলছিলেন, ’দেখুন ক্রিকেটে উত্থান-পতন থাকবেই। তাইতো অতীত নিয়ে পড়ে থাকছি না। সামনের দিনে ভুলগুলো আর করতে চাই না। এজন্য কঠোর পরিশ্রম শুরু করেছি।’
ভারতের বিপক্ষে সিরিজে ফর্মে ফিরতে চাইছেন তামিম। জানালেন, ‘ভারতের বিপক্ষে সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ। সেখানে অবদান রাখতে পারলে খুবই ভাল লাগবে। এ মুহুর্তে মাথায় একটাই ভাবনা ক্রিকেটটাকে উপভোগ করা।’
একইসঙ্গে তামিম জানালেন, ফিটনেস নিয়ে তার কোন সমস্যা নেই। তার ক্যারিয়ারে কখনোই ফিটনেস সমস্যা হয়ে দাড়ায়নি। বললেন, ‘দেখুন আমার ৭ বছরের ক্যারিয়ারে ফিটনেস লেভেল যেমন ছিল এখনও তাই আছে।’
তামিমের পাশাপাশি বাংলাদেশও ফর্মে নেই। এ বছর ওয়ানডেতে এখনো কোনো জয় পায়নি বাংলাদেশ। এবার ভারতের বিপক্ষে সেই ধাক্কা সামলে উঠার পালা মুশফিকদের।
১৫ জুন মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।
Discussion about this post